ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিহত ছাত্রদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে শিক্ষার্থীরা। এ সময় কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সার্কিট হাউস মাঠে এ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন হয়। বাংলাদেশ ও নিহতদের নিয়ে সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে গানে কণ্ঠ মেলান।
এতে নেতৃত্ব দেন- আশিকুর রহমান, গকুল সূত্রধর মানিক, আশিকুজ্জামন আশিক, ওমর ফারুক, আনোয়ার হোসেন মঞ্জু, তাহিমদ রেদোয়ান, আব্দুল্লাহ আল নাকিব, সাহিল হাসান, মশিউর রহমান সাদিক প্রমুখ।
আশিকুর রহমান বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের এখন প্রাণভরে দোয়া করা ছাড়া আর কি-ই বা করার আছে। তবে যারা আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদের জন্য আমরা কিছু করতে করতে পারি কিনা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র যে যার সাধ্যমতো টাকা দিলে একটা ফান্ড গঠন করতে পারি।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ইতিহাস সাক্ষী আছে, ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে, তেমনি ২০২৪ সালে ছাত্রদের মাধ্যমে আমরা আরেকটি বিজয় পেয়েছি। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে অনেকেই অনেক কিছু ব্যবহার করার চেষ্টা করবে। আমরা যার যার অবস্থান থেকে এসব সম্পদ রক্ষায় সচেষ্ট থাকব।