কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:০৭ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

একটি কেন্দ্রে কেউই ‘ডেমো’ ভোট দিতে আসেননি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট শুরুর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘ডেমো’ ভোট দিতে দেখা যায়নি। এখানে কেউ ‘ডেমো’ ভোট দিতে আসেননি।

আজ সোমবার সকাল ৮টায় বরিশাল সিটি করপোরেশনে ইভিএমে ভোট শুরু হয়। এর আগে সকাল ৭টা ৩০ থেকে ৭টা ৪৫ পর্যন্ত ১৫ মিনিট ডেমো ভোট গ্রহণের জন্য সময় নির্ধারিত ছিল।

ভোটারদের অনেকেই ইভিএমে ভোট দিতে নানা জটিলতায় পড়েন। ফলে ডেমো ভোটের মাধ্যমে ভোটারদের ইভিএমে ভোট দেওয়া শেখানো হয়।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আজ ভোট শুরুর আগে ডেমো ভোট নেওয়ার নির্দেশনা ছিল। তবে কেউ ডেমো ভোট দিতে আসেননি।

অন্য আরেকটি বুথের টেকনিশিয়ান পলাশ খান সংবাদমাধ্যমকে বলেন, কেউই ডেমো ভোট দিতে আসেননি। আবার অনেক এজেন্টও উপস্থিত ছিলেন। সব এজেন্ট না থাকলে ডেমো ভোট গ্রহণ করা যায় না। কারণ, তারা নানা অভিযোগ তুলতে পারেন।

এদিকে, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুই সিটিতে এ ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোট গ্রহণ চলবে। প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৫০০ ইভিএম। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

বরিশাল সিটির ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

মেয়র পদপ্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার

রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে

টক্সিক পরিবারে বড় হয়ে ওঠার কিছু মানসিক ট্রমা

চালকের বুদ্ধিতে বাঁচলেন বাস যাত্রীরা, প্রাণ গেল পিকআপ চালকের

মরে পড়ে আছে স্কুলছাত্র, পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাবেক কোচের ওপর ভরসা জিম্বাবুয়ের

ইসিতে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে

মেসিকে টপকে গেলেন রোনালদো

নিয়োগ দিচ্ছে আড়ং

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

১০

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু / পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

১১

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

১২

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

১৩

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

১৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১৭

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

১৮

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

১৯

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

২০
X