কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:০৭ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

একটি কেন্দ্রে কেউই ‘ডেমো’ ভোট দিতে আসেননি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট শুরুর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘ডেমো’ ভোট দিতে দেখা যায়নি। এখানে কেউ ‘ডেমো’ ভোট দিতে আসেননি।

আজ সোমবার সকাল ৮টায় বরিশাল সিটি করপোরেশনে ইভিএমে ভোট শুরু হয়। এর আগে সকাল ৭টা ৩০ থেকে ৭টা ৪৫ পর্যন্ত ১৫ মিনিট ডেমো ভোট গ্রহণের জন্য সময় নির্ধারিত ছিল।

ভোটারদের অনেকেই ইভিএমে ভোট দিতে নানা জটিলতায় পড়েন। ফলে ডেমো ভোটের মাধ্যমে ভোটারদের ইভিএমে ভোট দেওয়া শেখানো হয়।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আজ ভোট শুরুর আগে ডেমো ভোট নেওয়ার নির্দেশনা ছিল। তবে কেউ ডেমো ভোট দিতে আসেননি।

অন্য আরেকটি বুথের টেকনিশিয়ান পলাশ খান সংবাদমাধ্যমকে বলেন, কেউই ডেমো ভোট দিতে আসেননি। আবার অনেক এজেন্টও উপস্থিত ছিলেন। সব এজেন্ট না থাকলে ডেমো ভোট গ্রহণ করা যায় না। কারণ, তারা নানা অভিযোগ তুলতে পারেন।

এদিকে, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুই সিটিতে এ ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোট গ্রহণ চলবে। প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৫০০ ইভিএম। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

বরিশাল সিটির ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

মেয়র পদপ্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

‘ধর্ম অবমাননা’ : সেই অপূর্ব পালকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

১০

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১১

১৩ সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম

১২

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

১৩

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১৪

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

১৫

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

১৬

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর পাশে পারভেজ মল্লিক

১৭

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দাবি ইউট্যাবের

১৮

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

১৯

গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে

২০
X