কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:০৭ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

একটি কেন্দ্রে কেউই ‘ডেমো’ ভোট দিতে আসেননি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট শুরুর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘ডেমো’ ভোট দিতে দেখা যায়নি। এখানে কেউ ‘ডেমো’ ভোট দিতে আসেননি।

আজ সোমবার সকাল ৮টায় বরিশাল সিটি করপোরেশনে ইভিএমে ভোট শুরু হয়। এর আগে সকাল ৭টা ৩০ থেকে ৭টা ৪৫ পর্যন্ত ১৫ মিনিট ডেমো ভোট গ্রহণের জন্য সময় নির্ধারিত ছিল।

ভোটারদের অনেকেই ইভিএমে ভোট দিতে নানা জটিলতায় পড়েন। ফলে ডেমো ভোটের মাধ্যমে ভোটারদের ইভিএমে ভোট দেওয়া শেখানো হয়।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আজ ভোট শুরুর আগে ডেমো ভোট নেওয়ার নির্দেশনা ছিল। তবে কেউ ডেমো ভোট দিতে আসেননি।

অন্য আরেকটি বুথের টেকনিশিয়ান পলাশ খান সংবাদমাধ্যমকে বলেন, কেউই ডেমো ভোট দিতে আসেননি। আবার অনেক এজেন্টও উপস্থিত ছিলেন। সব এজেন্ট না থাকলে ডেমো ভোট গ্রহণ করা যায় না। কারণ, তারা নানা অভিযোগ তুলতে পারেন।

এদিকে, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুই সিটিতে এ ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোট গ্রহণ চলবে। প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৫০০ ইভিএম। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

বরিশাল সিটির ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

মেয়র পদপ্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে ঝাড়ু মিছিল

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

১০

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১১

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১২

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১৩

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১৪

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৫

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৬

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৭

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৮

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৯

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

২০
X