ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের দেয়ালচিত্রে বাংলাদেশের প্রতিচ্ছবি

তরুণ শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ব্রাহ্মণপাড়ার দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। ছবি : কালবেলা
তরুণ শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ব্রাহ্মণপাড়ার দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে সেজে উঠছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন দেয়াল। নানা বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তিম ইতিহাস ও নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীলসমাজসহ সর্বস্তরের মানুষ।

সরেজমিন দেখা গেছে, উপজেলা সদরের স্বনামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালসহ উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।

হৃদয়ে বিজয়ের স্বাদ নিয়ে দেয়াল রাঙাচ্ছেন তারা। কেউ আঁকছেন ছবি, কেউ লিখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্লোগান ও অসাম্প্রদায়িক চেতনার বাণী।

এসব গ্রাফিতিতে বৈষম্য, স্বৈরাচারবিরোধী গণতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ, মুগ্ধের পানি বিতরণের চিত্র, শহীদ আবু সাঈদসহ নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আমরা গ্রাফিতির মাধ্যমে এক নতুন বাংলাদেশকে তুলে ধরেছি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করছি। অনাগত প্রজন্মের জন্য এই গ্রাফিতিগুলো প্রেরণা হিসেবে কাজ করবে। আন্দোলনে শহীদের আত্মত্যাগ ও সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন। তরুণ শিক্ষার্থীদের হাতেই নতুন বাংলাদেশ বিনির্মাণের ইতিহাস আঁকছি আমরা।

কামরুল হাসান নামের এক শিক্ষার্থী বলেন, এই দেয়াল চিত্রের মাধ্যমে অনাগত প্রজন্মের কাছে আমরা একটা বার্তা পৌঁছাতে চাচ্ছি, যেখানেই বৈষম্য, অসুন্দর ও অনিয়ম চোখে পড়বে সেখানেই বাধা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ এমনি এমনিতেই আসেনি। রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গেছে এই নতুন বাংলাদেশ। তাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আঁকা হচ্ছে রং-তুলিতে শোক ও ভালোবাসা। আবু সাঈদরা মরে গিয়ে শেষ হয়ে যায়নি, বরং প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের প্রকাশক এবং সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু বলেন, আজকের তরুণরাই আগামীদিনের বাংলাদেশ।

তরুণদের ডাকেই ছাত্র-জনতা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। যে কারণে ৫ আগস্টের মতো একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। তরুণ শিক্ষার্থীদের আঁকা রং-তুলির এই চিত্রগুলো অনাগত বাঙালি প্রজন্মের সঠিক পথের পাথেয় হয়ে থাকবে। তাদের এই দেয়ালচিত্র ৫ আগস্টকে স্মরণীয় করে রাখবে।

প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নতুনদের হাতেই প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ। তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে বলেই নতুন বাংলাদেশের সূর্যোদয় হয়েছে। দেয়ালে দেয়ালে তরুণ শিক্ষার্থীদের রং-তুলিতে আঁকা চিত্রকলা আগামীর সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

ভবদহের চার দশকের দুঃখের অবসান হতে যাচ্ছে

এইচএসসি পাসেই এনজিওতে চাকরির সুযোগ

সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ

এশিয়া কাপে কোন বোলারকে মিস করবে ভারত, জানালেন হরভজন

গণমাধ্যমের নামে ভুয়া ফেসবুক পেজে বিভ্রান্তি

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, যে লক্ষণ দেখে বুঝবেন

ডাকসুর প্রতিদ্বন্দ্বিতায় কারা এগিয়ে 

১০

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়

১১

কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ১৮

১২

১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

১৩

হঠাৎ কেন মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন

১৪

বাংলাদেশি পোশাক খাতে দুই মাসে ক্রয়াদেশ বেড়েছে ৩২ শতাংশ

১৫

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে

১৬

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

১৭

কীভাবে যৌবন ধরে রেখেছেন রোনালদো, বিস্ময়কর তথ্য প্রকাশ

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

১৯

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

২০
X