নওগাঁর সাপাহারে আম আড়ত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মধ্যে অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় সাপাহার উপজেলা আম আড়ত ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিসঘরে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
সমিতির সভাপতি কার্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এসএম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল হক, সমিতির সহসভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ।
মন্তব্য করুন