ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় আন্দোলনে নিহত জসিমের লাশ ২৯ দিন পর উত্তোলন

দাফনের ২৯ দিন পর ভোলার কবর থেকে উত্তোলন করা লাশ। ছবি : কালবেলা
দাফনের ২৯ দিন পর ভোলার কবর থেকে উত্তোলন করা লাশ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাতা মেরামতের কারিগর জসিম উদ্দিনের লাশ ২৯ দিন পর ভোলার কবর থেকে উত্তোলন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে এ লাশ তোলা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লাশ উত্তোলনের সময় নিহত জসিম উদ্দিনের স্ত্রী, শ্বশুর, দুই মেয়ে ও এক ছেলেসহ স্বজন ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

জসিম নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

আদালতের নির্দেশ পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে জসিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার বিক্ষোভ চলাকালে ভোলার নতুন বাজার এলাকায় পুলিশের গুলিতে ছাতা মেরামতের কারিগর জসিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী এবং আন্দোলনকারী ছাত্রজনতা লাশ উদ্ধার করে জসিমের বাড়িতে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ময়নাতদন্তের কোনো পদক্ষেপ না নেওয়ায় স্বজন ও এলাকাবাসী জানাজা শেষে লাশ কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর রাতেই ভোলা সদর মডেল থানার এসআই মো. রুবেল অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে নিহত জসিম উদ্দিনের পরিবার জানান, ঘটনার দিন ভোলা শহরের নতুন বাজারে পুলিশের গুলিতে জসিম নিহত হয়। তার হত্যার ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

নিহতের স্ত্রী জানান, লাশ ময়নাতদন্ত না করার কারণে তিনি পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করতে পারেননি। লাশের ময়নাতদন্ত হলে এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করবেন।

ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল জানান, জসিম পুলিশের গুলিতে মারা গেছে, নাকি অন্য কোনো কারণে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ জানান, আদালতের নির্দেশনা পেয়ে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X