ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে দৃষ্টি হারাতে বসেছেন ছাত্র ইমরান

গুলিবিদ্ধ ইমরান হোসাইন। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ ইমরান হোসাইন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া গুলিতে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন পাবনার ভাঙ্গুড়ার মাদ্রাসা শিক্ষার্থী ইমরান হোসাইন (১৭)।

এ সময় ডান চোখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ২৯টি ছররা গুলি লাগে। অস্ত্রোপাচারের পর এখনও তার শরীরের বিভিন্ন স্থানে রয়ে গেছে আরো ১৩টি গুলি। ইমরান হোসাইন উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের দরিদ্র জহুরুল ইসলামের ছেলে ও স্থানীয় দুধবাড়িয়া এম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ইমরান হোসাইনের বাবা ঢাকার আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সে তার বাবার কাছে বেড়াতে গিয়েছিল। এমন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলছিল। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বাবার সঙ্গে ছাত্র আন্দোলনে অংশ নেন ইমরান। এ সময় পুলিশ ওপর থেকে মিছিলে ছররা গুলি চালালে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী ইমরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অস্ত্রোপাচারের মাধ্যমে তার শরীর থেকে বেশ কয়েকটি গুলি বের করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা চক্ষু হাসপাতালে রেফার করা হয়।

সেখানকার চিকিৎসকরা জানান, অস্ত্রপাচারের মাধ্যমে চোখের দুটি গুলি বের করতে হবে। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা করাতে না পেরে সম্প্রতি বাড়ি ফিরে আসেন তিনি। পরে সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও সেখানকার চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ইমরানের বাবা জহুরুল ইসলাম জানান, চার সদস্যের সংসার তাদের। তিনি ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকের কাজ করতেন। আন্দোলনের সময় ছেলে তাকে দেখতে আসেন ঢাকাতে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতা 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক আসলে বাবার সঙ্গে ছাত্রজনতার মিছিলে যোগ দেন ইমরান। সে সময় পুলিশ ওপর থেকে মিছিলে ছররা গুলি চালালে তার ছেলে ইমরান গুলিবিদ্ধ হন।

ইমরান হোসাইন কালবেলাকে জানান, তার শরীরের বিভিন্নস্থানে এখনও ১৩টি গুলি রয়েছে। তার ডান চোখেই রয়েছে দুটি গুলি। চোখে তিনি এখন ঝাপসা দেখছেন। সারা শরীরেও অসহ্য ব্যাথা করে। ব্যাথানাশক ওষুধ খেয়ে ব্যাথা কমিয়ে রাখতে হচ্ছে।

ইমরানের বাবা জহুরুল ইসলাম কালবেলাকে জানান, প্রথমে ইমরান মানসিকভাবে ভেঙে পড়েছিল তবে বর্তমানে তার মনোবল শক্ত আছে। কিন্তু তার ডান চোখের অবস্থা ভালো নয়। ভালো ডাক্তার দেখাতে হবে। একদিন কাজ না করলে ভাত জোটে না। এ অবস্থায় ছেলের উন্নত চিকিৎসা করাবেন কিভাবে? তাই সবার কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

ইউএনও মোছা. নাজমুন নাহার বলেন, আহত ছেলেটির সুচিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব : সিইসি

যাতায়াত সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার

বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

সকালে সময় বাঁচাতে রোজ পাউরুটি খাচ্ছেন? চিকিৎসকদের স্পষ্ট সতর্কবার্তা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

১১

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

১২

‘বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি’

১৩

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

১৪

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৫

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

১৬

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

১৭

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

১৮

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন

১৯

নতুন ‘ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

২০
X