ভোলার ঢালচরের সাগর মোহনায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলের মধ্যে ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জেলে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের পূর্ব পাশে সাগর মোহনায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত
স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা জানান, সোহাগ মাঝির নেতৃত্বে আট জেলে সকাল থেকে ঢালচরের পূর্ব পাশের সাগর মোহনায় মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। জেলেদের চিৎকারে পার্শ্ববর্তী অন্য ট্রলারের জেলেরা পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। এখনও তিন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানায়, ট্রলার ডুবির খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পোঁছেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে।
মন্তব্য করুন