বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকনকে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১৪)।
ময়মনসিংহ র্যাব-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ আগস্ট নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী খায়রুল কবির খোকনকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
এদিকে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী আশিক মিয়া ও গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের মামলার বাদী আমিনুল ইসলামসহ ৩৯ জনের নামে একটি মামলা দায়ের করেছিল। এ মামলার ২নং আসামি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে ঢাকায় আটক করেছে (র্যাব)। তাকে রাতেই বারহাট্টা থানায় হস্তান্তর করবে। এর পর আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন