নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে মজুদ করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসব চিনির আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নতুন বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে এসব চিনি জব্দ করা হয়।
জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনি পাচার হয়ে আসছিল বিভিন্ন স্থানে। সরকার পতনের পরও থেমে নেই চিনি চোরাকারবারিরা।
আরও জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদ পেয়ে কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে। অভিযানে গুদামে থাকা চোরাচালানের ৩৫০ বস্তা ভারতীয় চিনির দাম প্রায় ১৮ লাখ টাকা।
নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার বলেন, জব্দকৃত অবৈধ ভারতীয় চিনি সীমান্ত রক্ষী বাহিনীর (বিজেপি) কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সীমান্তে চোরাচালান বন্ধে অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন