মানিকগঞ্জে ডোবার পানিতে পরে সিনহা আক্তার (৮) ও আনহা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুজন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দিঘি ইউনিয়নের খরসতাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খরসতাই গ্রামের রফিক মিয়ার মেয়ে সিনহা আক্তার (৮) ও একই গ্রামের বাবু গাজীর মেয়ে আনহা আক্তার (৭)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি এসে দুই বান্ধবী মিলে বাড়ির পাশের ডোবায় জমে থাকা পানিতে শাপলা তুলতে যায়। একপর্যায়ে তারা ওই ডোবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি এস এম আমান উল্লাহ কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন