বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০১:২৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টাকার জন্য নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিলকিস বেগম (৪০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাওনা টাকার জন্য ঘর থেকে ধরে এনে রাস্তায় প্রকাশ্যে ওই নারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এ সময় ওই নারীর ছেলে, মেয়েকেও আহত করা হয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিস বেগমকে মৃত ঘোষণা করে।

রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বিলকিস বেগম ইটভাটা শ্রমিক আব্দুল করিমের স্ত্রী এবং গ্রামের মৃত মুর্শিদ মিয়ার মেয়ে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম নূরে আলম। তিনি গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ইন্দাচুল্লি গ্রামের মৃত মসরব আলীর ছেলে।

জানা যায়, বিলকিস বেগমসহ তার পরিবারের সবাই চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করত। ভাটা বন্ধ হয়ে যাওয়ায় তারা সম্প্রতি এলাকায় ফিরে আসেন। আওয়ামী লীগ নেতা নূরে আলম ও তার ভাই সুজন মিয়া বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। বিলকিস বেগমের স্বামী আব্দুল করিম গত বছর সুজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নিয়েছিলেন। এর মধ্যে ২০ হাজার টাকা পরিশোধও করেন তিনি। বাকি ৬০ হাজার টাকা তারা পরিশোধ করতে পারছিলেন না। এই টাকার জন্য রোববার দুপুরে নূরে আলম বিলকিসের বাড়িতে যান। তখন বিলকিসের স্বামী আব্দুল করিম বাড়ি ছিলেন না। পাওনা টাকা নিয়ে বিলকিসের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নূরে আলম ক্ষিপ্ত হয়ে বিলকিস বেগমকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে এসে পিটিয়ে আহত করে। মারপিটে ওই নারী অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: বিএনপির ২৫ নেতাকে কারাগারে প্রেরণ

গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত তিন বছর যাবত নুর আলম ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাওনা টাকার জন্য বিলকিস বেগমকে পিটিয়ে হত্যা করেছে বলে আমি জানতে পেরেছি। ঘটনা জানার পরপর আমি এলাকায় গিয়েছি। সেখানে জালাল উদ্দিনকে পাওয়া যায়নি। তবে পিটিয়ে হত্যার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঁইয়া জানান, পাওনা টাকার জন্য ওই নারীসহ তার পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। বিলকিস বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেছে।

অভিযোগের বিষয়ে জানতে নুর আলম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১০

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১১

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১২

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৩

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৪

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৫

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৬

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৭

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৮

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৯

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

২০
X