মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঘটনাস্থলে তদন্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে তদন্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে জাহাঙ্গীর নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর (২৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢুকেন কয়েকজন যুবক। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। অন্যরা নিরাপদে পালাতে সক্ষম হলেও জাহাঙ্গীর নামের ওই যুবককে স্থানীয়রা ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয় লোকজন তাকে ফোন করে চোরকে গণপিটুনি দেওয়া হচ্ছে বলে বিষয়টি জানায়। স্থানীয় জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মিরপুর থানার ওসি আবদুল আজিজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত যুবকের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। সে একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে ৬/৭টি চুরির মামলা রয়েছে। মূলত চুরি করতে এসেই গণপিটুনিতে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে রংপুরের মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে চোর সন্দেহে আয়নাল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। কয়েক দফায় মারধরের পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে খাগাড়ছড়িতে ধর্ষণচেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১ অক্টোবর দুপুরের দিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনার পরপরই এলাকায় দুপক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসন খাগড়াছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

১০

হিরো আলমের ওপর হামলা

১১

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

১২

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

১৩

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

১৪

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৫

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

১৬

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১৮

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

১৯

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

২০
X