দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত আলোর পথ দেখাব : ভিসি আমানুল্লাহ

ড. খন্দকার মোশাররফ হোসেন ও উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ। ছবি : কালবেলা
ড. খন্দকার মোশাররফ হোসেন ও উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, বিগত দিনের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা দেশের শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের বোঝা এখন আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি, যাতে এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত সংস্কার করে জাতিকে আলোর মিছিলে নিয়ে আসতে পারি।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইলিয়টগঞ্জ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আমানুল্লাহ বলেন, ৫২ বছর আগে আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছিলেন। আর ২০২৪ সালে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধরা তাদের জীবন দিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছে। আমাদের এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ। আমরা প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে তাদের ত্যাগের কথা স্মরণ রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করার পদক্ষেপ নিয়েছি। সে সঙ্গে প্রত্যেক শহীদ পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ট্রেড কোর্স চালু করব, যাতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো চাকরি করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পড়ালেখার বিকল্প নেই। তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরাই আগামীর ভিসি হবে, আগামীর প্রধানমন্ত্রী হবে, তোমরাই হবে আগামীর উজ্জ্বল নক্ষত্র।

এ ছাড়া তিনি এই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের দাবির প্রেক্ষিতে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজকে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামি সংস্কৃতিসহ মোট আটটি বিষয়ে স্নাতক শ্রেণিতে অধিভুক্ত করার ঘোষণা দেন। পর্যায়ক্রমে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- কলেজের গভর্নিং বডির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ডা. শরিফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পরিদর্শক মো. জহিরুল ইসলাম, দাউদকান্দি পৌরসভার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

১১

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

১২

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

১৩

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১৪

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৫

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১৬

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৭

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

১৮

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

১৯

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

২০
X