সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় ফেল করায় বিয়ের পীড়িতে কিশোরী, বিয়ে ভাঙল প্রশাসন

বিয়ে বাড়ির গেট। ছবি : কালবেলা
বিয়ে বাড়ির গেট। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষায় ফেল করায় বিয়ের পীড়িতে বসতে বাধ্য করা হচ্ছিল কিশোরীকে। বিয়ের দিন ঠিক করে সব আয়োজন সম্পন্ন। পরে বিয়ের দু-দিন আগে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেঙে দেন বিয়ে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনের নির্দেশে এ বাল্যবিয়েটি বন্ধ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ের দিন ধার্য করা ছিল।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের ওই কিশোরীর (১৬) সঙ্গে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার এক যুবকের (২৫) বিয়ের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সম্পন্ন হওয়ার কথা ছিল। আত্মীয়স্বজনরাও আসেন বিয়ে বাড়িতে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত উপজেলা শিশু ফোরাম নামের একটি সংগঠনের একজন সদস্য বাল্যবিয়ের আয়োজনের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনকে মোবাইলে জানান। পরে ইউএনও তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানকে নির্দেশ দেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে কনের বাড়িতে যান। তিনি সেখানে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান। এ সময় ওই কিশোরীর বাবা ও মা বাড়িতে ছিল না। সহকারী কমিশনার (ভূমি) ওই কিশোরীর প্রতিবেশী ও আত্মীয়স্বজনদেরকে ডেকে এনে বাল্যবিবাহের কুফল ও রাষ্ট্রীয় আইনে এ ধরনের বিবাহের স্বীকৃতি নেই, এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর চাচা ১৮ বছরের আগে তার ভাতিজিকে বিবাহ দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। খবরটি বরের বাড়িতেও জানিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক কালবেলাকে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে মেয়ের মা-বাবাকে পাওয়া না গেলেও চাচা এ বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন। পরে বুধবার (২৭ নভেম্বর) মেয়ের বাবা থানায় গিয়ে লিখিত অঙ্গীকার দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান কালবেলাকে বলেন, আমি সরেজমিনে গিয়ে মেয়ের জন্মনিবন্ধন এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দেখে ঘটনার সত্যতা পাই। সত্যতা পেয়ে বাল্য বিবাহটি বন্ধ করেছি। বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X