সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় ফেল করায় বিয়ের পীড়িতে কিশোরী, বিয়ে ভাঙল প্রশাসন

বিয়ে বাড়ির গেট। ছবি : কালবেলা
বিয়ে বাড়ির গেট। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষায় ফেল করায় বিয়ের পীড়িতে বসতে বাধ্য করা হচ্ছিল কিশোরীকে। বিয়ের দিন ঠিক করে সব আয়োজন সম্পন্ন। পরে বিয়ের দু-দিন আগে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেঙে দেন বিয়ে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনের নির্দেশে এ বাল্যবিয়েটি বন্ধ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ের দিন ধার্য করা ছিল।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের ওই কিশোরীর (১৬) সঙ্গে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার এক যুবকের (২৫) বিয়ের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সম্পন্ন হওয়ার কথা ছিল। আত্মীয়স্বজনরাও আসেন বিয়ে বাড়িতে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত উপজেলা শিশু ফোরাম নামের একটি সংগঠনের একজন সদস্য বাল্যবিয়ের আয়োজনের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনকে মোবাইলে জানান। পরে ইউএনও তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানকে নির্দেশ দেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে কনের বাড়িতে যান। তিনি সেখানে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান। এ সময় ওই কিশোরীর বাবা ও মা বাড়িতে ছিল না। সহকারী কমিশনার (ভূমি) ওই কিশোরীর প্রতিবেশী ও আত্মীয়স্বজনদেরকে ডেকে এনে বাল্যবিবাহের কুফল ও রাষ্ট্রীয় আইনে এ ধরনের বিবাহের স্বীকৃতি নেই, এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর চাচা ১৮ বছরের আগে তার ভাতিজিকে বিবাহ দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। খবরটি বরের বাড়িতেও জানিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক কালবেলাকে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে মেয়ের মা-বাবাকে পাওয়া না গেলেও চাচা এ বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন। পরে বুধবার (২৭ নভেম্বর) মেয়ের বাবা থানায় গিয়ে লিখিত অঙ্গীকার দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান কালবেলাকে বলেন, আমি সরেজমিনে গিয়ে মেয়ের জন্মনিবন্ধন এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দেখে ঘটনার সত্যতা পাই। সত্যতা পেয়ে বাল্য বিবাহটি বন্ধ করেছি। বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

বিসিবি নির্বাচনের ফাঁস হওয়া ফলাফলে সভাপতি বুলবুল

কখন গিলে নেয় ভিটেমাটি, ভাঙনের শঙ্কায় তিস্তাপাড়ের মানুষ

অভিনব সাজে রাকসু নির্বাচনের প্রচারে প্রার্থী

সাধারণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি

এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্রকে চিঠি, আছে অনেক শর্ত

১০

‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক পাইলট

১১

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

১২

সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ

১৩

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি

১৪

ফুটবলের সঙ্গে আবেগ-ভালোবাসা মিশে আছে : বাসস চেয়ারম্যান

১৫

আন্দোলনের মুখে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রস্তাব

১৬

পবিত্র কোরআন অবমাননার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

ব্লাড সুগার বাড়ানো থেকে রক্ষা পেতে বাদ দিন সকালের ৪ খাবার

১৮

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

১৯

শেখ হাসিনার বিষয়ে দুই দেশকে কী করতে হবে, জানালেন বিক্রম মিশ্রি

২০
X