দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিমানে গান ছেড়ে অটোরিকশা চালিয়ে দিন কাটে শিল্পীর

অটোরিকশা চালিয়ে দিন পার করেন বাউল শিল্পী সেন দেবনাথ। ছবি : কালবেলা
অটোরিকশা চালিয়ে দিন পার করেন বাউল শিল্পী সেন দেবনাথ। ছবি : কালবেলা

স্থানীয় মঞ্চে গান গেয়ে মন জয় করেছিলেন শ্রোতাদের। গাইতেন সিলেট বেতারেও। কিন্তু মনে কষ্ট পেয়ে ছেড়ে ছিলেন গান। সেই বাউল শিল্পী সেন দেবনাথ এখন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি সুনামগঞ্জের দিরাই পৌরসভার শুকরনগর গ্রামের দিনবন্ধু দেবনাথের ছেলে।

জানা যায়, পিতা দিনবন্ধু দেবনাথের কাছে ছোট থেকে গান শিখতেন সেন দেবনাথ। পরে গানের শিক্ষক প্রমথ বৈষ্ণবের কাছে দুই বছর গান শেখেন তিনি। স্থানীয় মঞ্চে পল্লীগীতি গেয়ে মনজয় করেছিলেন শ্রোতাদের। নব্বই দশকের দিকে বাংলাদেশ বেতার সিলেটে তিনি দলীয় গান গাইতেন। গেয়েছিলেন একাধিক গান। গান গেয়ে পেয়েছিলেন অনেক পুরস্কার।

সেন এখন দিরাই পৌরসভার বিভিন্ন রাস্তায় ভাড়াটিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সম্পদ বলতে আছে শুধু তার বাড়িটা। অটোরিকশা চালিয়ে তিনি তার দুই সন্তানকে পড়াচ্ছেন। বড় ছেলে প্রান্ত দেবনাথ অনার্স পড়ছে আর ছোট ছেলে অসীত দেবনাথ এইচএসসি পাস করেছে।

সেন দেবনাথ কালবেলাকে বলেন, একসময় আমি খুব ভালো গান গাইতাম। বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় মঞ্চে গান গেয়ে দর্শকদের মন জয় করতাম। তারা অনেক সময় খুশি হয়ে আমাকে টাকা পয়সা দিতেন। আমি সিলেট বেতারেও অনেক গান গেয়েছি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানেও সুর দিয়েছি।

তিনি বলেন, চারদিকে যখন আমার খ্যাতি ও গুণ প্রকাশ করতে শুরু হয় তখন স্থানীয় কিছু শিল্পী ও প্রভাবশালীরা আমাকে অনুষ্ঠানে ডেকেও গান গাওয়ার সুযোগ দিতেন না। তখন আমাদের আর্থিক অবস্থাও খারাপ যাচ্ছিল। এর আগে আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল। আমার বাবাকে ধোঁকা দিয়ে জমিজমা একজন নিয়ে যায়। এসব কষ্টে আমি গান ছেড়েছি।

স্থানীয় বাসিন্দা মো. কেনু মিয়া কালবেলাকে বলেন, সেন খুব ভালো গান করে। সে এই বয়সেও অসাধারণ গায়। শুনেছি সে বেতারে গান গাইত, তবে এ সম্পর্কে আমি কিছু বলতে পারব না।

সিলেট বেতারের সাবেক চাকরিজীবী আউট ব্রট ক্লাস্টার আশুতুষ বৈষ্ণব কালবেলাকে বলেন, ২০১০ সালেরও আগে সেন দেবনাথ বেতারে দলীয় সংগীত গাইত। সে বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিল না। তবে সে অনেক সুন্দর করে বেহালা বাজিয়ে গান গাইত। তার কণ্ঠসুরও ছিল চমৎকার।

সেনের চেয়ে নিম্নমানের শিল্পীরা বেতারে তালিকাভুক্ত হয় কিন্তু তিনি কেন হতে পারেননি এমন প্রশ্নের উত্তরে আশুতুষ বৈষ্ণব বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। আসলে সেন যখন বেতারে দলীয় সংগীতে কণ্ঠ দিত সে সময়ে আমি বেতারের চাকরি ছেড়ে চলে আসি। থাকলে হয়তো এতদিনে তাকে সহযোগিতার মাধ্যমে তালিকাভুক্ত করিয়ে দিতাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের নতুন ইতিহাস

তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

দেবীর বোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ব্রেকিং দিলেন ফয়েজ আহমদ

১০

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

১১

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

১২

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

১৩

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

১৪

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

১৫

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৭

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৮

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

১৯

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

২০
X