ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত তিনজন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত তিনজন। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল চালক জুবায়েদ আহমেদ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার রকিবুল আক্তার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। এর আগে বুধবার (৮ জানুয়ারি) ভোরে জামালপুর বকশীগঞ্জের বাট্টাজোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুবায়েদ আহমেদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- নাজমুল ইসলাম (৩০), আবুল কাশেম ওরফে সোনা মিয়া (৫৫) ও আব্দুল আজিজ ওরফে আনিছ (২৪)।

মামলার বিবরণে জানা যায়, আসামি নাজমুলের বাড়ি ত্রিশালের বৈলরে। দীর্ঘ ৫-৬ বছর ধরে তিনি টঙ্গীতে ওয়েলডিংয়ের কাজ করতেন। এ দিকে নেত্রকোনার মোহনগঞ্জের জুবায়েদ মিরপুরের শিয়ালবাড়ি থেকে বাইক রাইডার হিসেবে কাজ করতেন। গত ২৯ ডিসেম্বর বিকাল ৪টার দিকে জুবায়েদ ভাড়ার জন্য টঙ্গী স্টেশন রোডের মাথায় দাঁড়ালে সেখানে অভিযুক্ত নাজমুলের সঙ্গে দেখা হয়।

নাজমুল টঙ্গী থেকে ময়মনসিংহ শহরে আসা-যাওয়ার কথা বলে জুবায়েদের মোটরসাইকেল ভাড়া করে। মোটরসাইকেলটি ত্রিশাল বৈলরে পৌঁছালে নাজমুল তার চাচাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা নেওয়ার কথা বলে তাকে নিয়ে ঘটনাস্থল এলাকায় যায়। একপর্যায়ে নাজমুল চাদর দিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করে এবং জুবায়েদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে চলে যায়।

পরে নাজমুল মোবাইলটি ত্রিশালের ধানিখোলা বাজারে খোকন নামে এক মেকারের কাছে বিক্রি করে দেয় এবং মোটরসাইকেল নিয়ে জামালপুরের বকশীগঞ্জ বাট্টাজোড় এলাকায় গিয়ে আত্মগোপন করে। সেখানে দুদিন পর নাজমুল মোটরসাইকেলটি ওই এলাকায় তার পরিচিত সোনা মিয়ার কাছে বিক্রি করে। এদিকে সোনা মিয়া ছিনতাইকরা মোটরসাইকেলটি ভাতিজি জামাই আব্দুল আজিজ ওরফে আনিছের হেফাজতে রাখে।

পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, গত বছরের ৩০ ডিসেম্বর সকালে ময়মনসিংহের ত্রিশালের বৈলর কামারপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পিবিআই। ক্রাইমসিন টিম ডিজিটাল ফিঙার প্রিন্টের মাধ্যমে অজ্ঞাত নিহত জুবায়েদ আহমেদের পরিচয় শনাক্ত করে। তিনি নেত্রকোনা মোহনগঞ্জের সামাদ তালুকদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই আজহারুল ইসলাম ত্রিশাল থানায় বাদী হয়ে হত্যা মামলা করার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে। আসামিদের আদালতে সোপর্দ করা হলে এ ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

১০

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১১

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১২

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১৩

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৪

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৬

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৭

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

১৯

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

২০
X