সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় জলকামান নিক্ষেপ, ৫ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা

সড়ক অবরোধ করা শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ । ছবি : কালবেলা
সড়ক অবরোধ করা শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ । ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবি ও ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হন আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক ব্যবহারকারীরা। পরে বিকাল তিনটার দিকে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শারমীন গ্রুপের চাকরিচ্যুত শ্রমিকরা।

সম্প্রতি শারমিন গ্রুপের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিষয়টিকে কেন্দ্র করে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশ কিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরবর্তীতে তদন্ত করে মালিকপক্ষ যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তাদের চাকরিচ্যুত করে। চাকরিচ্যুত করা এমন শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন।

এ সময় পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও শ্রমিকরা তা না শুনে অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশ ও আন্দোলনকারীসহ বেশ কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে শারমিন গ্রুপের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীদের নানাভাবে বুঝিয়েও সড়ক থেকে সরাতে না পেরে জল কামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে আব্দুল্লাহপুর-জিরাবো সড়ক অবরোধ করে রেখেছিল। আমরা তাদের অনুরোধ করি, আপনাদের বিষয়ে বিজিএমইতে আলোচনা চলছে। আপনারা রাস্তা থেকে সরে যান। তবে তারা শোনেননি। বিকাল ৩টার দিকে আমরা তাদের জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে সরিয়ে দেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না 

শীত আরও বাড়বে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

নওগাঁয় শীতের তীব্রতায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে 

জুলাই আন্দোলনে আহত না হয়েও প্রতি মাসে ভাতা তুলছেন যুবক

চিড়িয়াখানায় সিংহের কাছে গিয়ে প্রাণ হারাল কিশোর

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপির সদস্য সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

ইতিহাস বদলে দিল বাংলাদেশ, যা আগে কখনো ঘটেনি

মেহেদির রং না শুকাতেই নববধূ ইলমা বিধবা

১০

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতাকে শোকজ

১১

ভেজাল গুড় খেলেই হতে পারে যেসব জটিল রোগ

১২

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

১৩

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

১৪

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

১৫

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা 

১৬

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

১৭

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

১৮

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

১৯

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

২০
X