ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ সোনালী ব্যাংকের দায়সারাভাবে শোক দিবস পালনের অভিযোগ

সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ। ছবি : কালবেলা
সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ। ছবি : কালবেলা

ঝিনাইদহ শহরে অবস্থিত সোনালী ব্যাংকের পিন্সিপাল শাখা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি কোনো রকমে দায়সারা র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে পালন করেছে।

দীর্ঘদিন ধরে যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছে শাখার কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এ বছর নিয়মের ব্যত্যয় ঘটিয়ে শুধু একটি র‌্যালি ও সংক্ষিপ্ত পরিসরে আলোচনা আর নাস্তার মাধ্যমেই শেষ করেছে বর্তমান কর্তৃপক্ষ।

এমন ঘটনার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে ব্যাংক ও রাজনৈতিক মহলে।

আগের দিনগুলোতে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন স্তরের বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা নিয়ে শোক দিবসে দোয়া মাহফিল, তাবারক বিতরণ ও আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করার রেওয়াজ রয়েছে। কিন্তু এবার এ রকম কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। এক্ষেত্রে বিগত সময়ের ১৫ আগস্টসহ বিভিন্ন জাতীয় দিবসের আয়োজন খতিয়ে দেখলে স্পষ্ট দেখা যায় সোনালী ব্যাংক, ঝিনাইদহ অঞ্চল সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীর সরব উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে এসেছে।

এতে করে সরকার তথা সোনালী ব্যাংকের ভাবমূর্তি দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বলে প্রতীয়মান হয়। বিগত বছরগুলোতে এ দিনটিতে সোনালী ব্যাংকের প্রধান কর্যালয়সহ এতিমখানায় উন্নত খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পালিত হয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সোনালী ব্যাংক কর্মকর্তার সাথে কথা বললে তারা অভিযোগ করেন সরকারের বিপক্ষ মনোভাবাপন্ন কর্মকর্তাদের চাপে আর তাদের কৌশলী নেতিবাচক প্রভাবে এই সমস্ত কর্মসূচিসহ মুক্তিযুদ্ধের চেতনাকে চাপিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশ্যে এক নারী কর্মকর্তা জানান, আমরা র‌্যালি শেষ করে অফিসে এসে একটু আলোচনা ও দোয়া করেছি। তারপর একটা নাস্তার প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে এখন বাসায় চলে যাচ্ছি।

অপরদিকে কর্তৃপক্ষ আলোচনা ও দোয়া অনুষ্ঠান করার দাবি করলেও বাস্তবে নিয়ম রক্ষার জন্য যতটুকু না করলেই না তেমনটিই লক্ষ্য করা গেছে ১৫ আগস্টের শোক দিবসে।

ঝিনাইদহ জেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এএইচএম আক্তারুল ইসলাম জানান, প্রতি বছর ১৫ আগস্ট পালনে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে পরামর্শ করতো, অনেক ধরনের আয়োজনও থাকত। এবার ১৫ আগস্টে আমাদের জানায়নি। তবে শুনেছি দায়সারাভাবে একটি র‌্যালি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যা বিগত বছরগুলোতে হলেও এ বছর কেনো হলো না একটা প্রশ্ন থেকে যায়।

ঝিনাইদহ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস প্রধান আব্দুল মোমেন এ বিষয়ে জানান, আমরা একটি র‌্যালি করেছি। অফিস স্টাফদের নিয়ে দোয়া মাহফিল করেছি। মাহফিলের অনুষ্ঠানটিও আমাদের নির্দেশনায় ছিল না, আমরা ব্যক্তিগতভাবে করেছি। কোনো প্রোগ্রামের জন্য আমাদের কোনো নির্দেশনা ছিল না।

গণভোজ ও এতিম বাচ্চাদের মধ্যে খাবার পরিবেশনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো নির্দেশনা আমাদের ছিল না। শুধু খাবার পরিবেশন করেছে আমাদের জিএম অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১১

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১২

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৩

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৪

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৫

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৭

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৮

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৯

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

২০
X