বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীর মায়ের সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ

শিক্ষক মো. হাসনাইন মৃধা। ছবি : সংগৃহীত
শিক্ষক মো. হাসনাইন মৃধা। ছবি : সংগৃহীত

বরিশালের মেহেদিগঞ্জে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ছাড়াও নগদ টাকাসহ স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মো. হাসনাইন মৃধা (২৮) ওই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকন্দি এলাকার হামিদ মৃধার ছেলে। তিনি পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষক। অন্যদিকে ভুক্তভোগী নারী মেহেন্দিগঞ্জ পৌরসভার বাসিন্দা ও ২ সন্তানের জননী।

ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী সৌদি প্রবাসী। ওই মাদ্রাসার ৪র্থ শ্রেণি পড়ুয়া আমার মেয়েকে বাসায় এসে প্রাইভেট পড়াতেন শিক্ষক হাসনাইন মৃধা। সে সূত্র ধরে তার সাথে পরিচয় হয়। কিছুদিন যাওয়ার পর আমার ওপর তার কুদৃষ্টি পড়ে। এক পর্যায়ে আমাকে বিয়ের আশ্বাসে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হওয়ায় সে তার বড় ভাই ফকির মো. হাদিসুরের মাধ্যমে তাবিজ করে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর যাবত শারীরিক সম্পর্ক করেছে। এছাড়াও বিভিন্ন অযুহাতে আমার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা আর ৫ ভরি সোনা হাতিয়ে নেয়। আমাকে ছাড়াও সে আরও কয়েকজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছে।

তিনি আরও বলেন, আমি তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সে দুই মাস আত্মগোপন চলে যায়। আমার স্বামী বিষয়টি জেনে আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছে। আমি এখন স্বামীর বাড়ি, বাবার বাড়ি বসবাস করতে সমস্যা হচ্ছে। আমি তার বিচার দাবি করছি। বিষয়টি নিয়ে স্থানীয়রা সমাধানের জন্য বসলেও সমাধান করতে পারেনি।

অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এমনকি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকেও মৌখিকভাবে অবগত করেন।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর মেহেন্দিগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক হাসনাইন মৃধা বলেন, আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। একদিন মেয়ের বাবা এসে আমাকে অনুরোধ করেছিল যেন তার মেয়ের স্বামীর সংসারটা ভেঙে না দেয়। সে অনুরোধে আমি তার সাথে সম্পর্কটা ভেঙে দিই। আমি বিয়ের জন্য অন্য জায়গায় মেয়ে খুঁজতে গেলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে তার টাকা ও স্বর্ণালংকার নেওয়ার দাবিটা সঠিক নয়।

অভিযুক্ত হাসনাইন মৃধার বড় ভাই মো. হাদিসুর রহমান বলেন, আস্তাগফিরুল্লাহ আমি তাবিজ করিনি। আমি জিনের চিকিৎসা করি, জিন ছাড়াই। ওই মেয়ে আমার ভাই হাসনাইনকে কুপ্রস্তাব দিলে আমার ভাই প্রত্যাখ্যান করে। এর ফলে ভাইকে হুমকি দিয়ে বলে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার প্রস্তাব না রাখলে তোমার চাকরি খেয়ে দিব।

ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস শাকুর বলেন, অভিযোগ পেয়েছি। শিক্ষা অফিস থেকে তদন্ত চলমান আছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সেলিম হোসেন বলেন, আমরা ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা দায়িত্ব এড়াতে চাই না। শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক এবং অবৈধভাবে প্রাইভেট পড়ানোর অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে ঊর্ধ্বতন কর্মকতাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মশিউর রহমান বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১০

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১১

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১২

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৩

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৪

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৫

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৬

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৭

কে এই তামিম রহমান?

১৮

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৯

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

২০
X