শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মা-ভাইকে নিয়ে হেলিকপ্টারে চড়ার স্বপ্ন পূরণ করলেন জুলহাস

মা-ভাইকে নিয়ে হেলিকপ্টারে জুলহাস। ছবি : সংগৃহীত
মা-ভাইকে নিয়ে হেলিকপ্টারে জুলহাস। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে নিজস্ব উদ্ভাবনে বিমান তৈরি করে আকাশে ওড়ানোর মাধ্যমে সাড়া জাগানো মো. জুলহাস এবার মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়েছেন। আর হেলিকপ্টারে চড়ার এ স্বপ্ন পূরণ করলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক।

রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার জাফরগঞ্জের সাতুরিয়া যমুনার চরে হেলিকপ্টারে গিয়ে ক্যাপ্টেন ফারুক জুলহাসের তৈরি বিমান পরিদর্শন করেন। এ সময় তিনি জুলহাসকে বিমান পরিচালনার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন এবং জুলহাস ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ করে দেন।

এ ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হতে স্থানীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হন।

স্থানীয় বাসিন্দা শফি বিশ্বাস বলেন, জুলহাসের আবিষ্কার অসাধারণ! এর আগে আমরা অনেককে বিমান তৈরির কথা বলতে শুনেছি, কিন্তু কেউ সফল হননি। জুলহাস সেই অসম্ভবকে সম্ভব করেছেন।

আরেক দর্শনার্থী হিরু মিয়া বলেন, জুলহাসের এই উদ্ভাবন বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করেছে। আমরা চাই সরকার তাকে যথাযথ পৃষ্ঠপোষকতা দিক।

বিএনপি নেতা খন্দকার আক্তার হামিদ খান (বাবলু) বলেন, এক শতাব্দীর বেশি সময় আগে বিমান আবিষ্কার হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতায়। কিন্তু জুলহাস কোনো আনুষ্ঠানিক সহায়তা ছাড়াই নিজ প্রচেষ্টায় বিমান বানিয়ে ইতিহাস গড়েছেন। তাকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা উচিত।

ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, বিমান তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্সিং। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই জুলহাস এটি শিখে নিয়েছেন এবং সফলভাবে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পেরেছেন, যা সত্যিই ঈর্ষণীয়।

বিমান উদ্ভাবক মো. জুলহাস জানান, চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রথম দফায় ব্যর্থ হলেও, দ্বিতীয়বার সফলভাবে আকাশে বিমান ওড়াতে পেরেছি। পাইলট স্যার এসে আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যা ভবিষ্যতে কাজে লাগবে। তিনি আমাদের হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ।

এরপর দুপুর ১টার দিকে জুলহাস তার তৈরি বিমান দ্বিতীয় দিনের মতো আকাশে ওড়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ঢাবি শিবিরের নতুন কমিটি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

ব্যায়ামের জন্য কখন ইলেকট্রোলাইট দরকার, কখন নয়

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

১০

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

১১

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

১২

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১৩

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

১৪

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

১৫

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

১৬

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

১৭

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১৮

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

১৯

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

২০
X