হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার বাঁশের বাজার

ঠাকুরগাঁওয়ে বাঁশের হাট। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে বাঁশের হাট। ছবি : কালবেলা

নির্মাণকাজের সহায়ক উপাদান হিসেবে বহুল ব্যবহৃত ঠাকুরগাঁওয়ের বাঁশ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। জেলার হরিপুরের আমগাঁও ইউনিয়নে অবস্থিত যাদুরানী বাজারে প্রতি বৃহস্পতিবার সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে দেখা মেলে বাহারি রকমের বাঁশের সমাহার।

এখানে মাসে প্রায় ১ কোটি টাকার বাঁশ কেনাবেচা হয় বলে জানিয়েছেন বেপারিরা। জেলার পতিত ও কম ফলনশীল কৃষি জমিতে বাঁশের ভালো ফলন হওয়ায় এবং স্বল্প খরচে অধিক লাভের আশায় বাঁশ চাষে ঝুঁকে পড়েছেন কৃষকেরা।

উওরাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের হাট বসে এই যাদুরানী বাজারে। তল্লা, উলকো, মকলা, বড় বাশা নামের বাহারি সব নামের বাঁশ পাওয়া যায় এ হাটে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ বাঁশ কিনতে ব্যস্ত, কেউবা ভ্যানে সাজাচ্ছে, কেউ কেউ আঁটি বেঁধে গাড়িতে তোলার কাজ করছেন। প্রতিদিন ভোর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা বিভিন্ন ধরনের বা জাতের বাঁশ নিয়ে বাজারে আসেন। ঢাকা, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন জেলার ক্রেতারা এখানে বাঁশ কিনতে আসেন।

এখানে বাঁশের দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারা খুশি। হরিপুর উপজেলার শিয়াল্লড় গ্রামের এনামুল কালবেলাকে বলেন, আমি প্রায় ১০ বছর ধলে এ বাঁশের ব্যবসা করে আসছি। যাদুরানী দেশের অন্যতম বড় বাঁশের হাট। আকার ভেদে প্রতিটি বাঁশ দেড়শ থেকে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত পাইকারি বেচাকেনা হয়। প্রতি মাসে এখান থেকে প্রায় ১ কোটি থেকে দেড় কোটি টাকার বাঁশ বিক্রি হয়।

২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, যাদুরানী বাজারের বাশেঁর হাট একটি ঐতিহ্যবাহী বাজার। এ হাট থেকে ক্রেতারা স্বল্পমূল্যে বাঁশ নিতে পারেন। এখানে প্রতি সপ্তাহে প্রচুর বাঁশ আমদানি হয়। আমরা চেষ্টা করছি এ বাজারটি সম্প্রসারণের।

বাশঁ চাষে জড়িত কয়েকজন কালবেলাকে জানান, এটি লাগানো ও পরিচর্যায় তেমন কোনো খরচ নেই বললেই চলে। একবার বাঁশের চারা লাগালে চার থেকে পাঁচ বছর পর তা থেকে আয় করা যায়। প্রতিটি মাঝারি ঝাড় থেকে বছরে ৫০-৬০টি বাঁশ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতি, অতঃপর...

এসিল্যান্ড-সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

যৌথভাবে মুক্তিযুদ্ধ করে দেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

১০

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

১১

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

১২

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

১৩

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১৪

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১৫

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৭

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৮

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৯

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

২০
X