কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে দুই লাখ টাকা দাবি, ভোরে মিলল ইউপি সদস্যের লাশ

কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লাখ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে।’ -এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ভোরে গ্রামের মাঠের ড্রেনের মধ্যে পাওয়া গেছে আমিনুল ইসলাম (৫০) নামের এক ইউপি সদস্যের মরদেহ।

নিহত আমিনুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের খোদা বক্স বিশ্বাসের ছেলে এবং সিমলা-রোকনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এ ঘটনায় ১৬ মার্চ রাতে নিহতের কন্যা আফরোজা খাতুন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে তার বাবা ইউপি সদস্য আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইলে অপরিচয় নম্বর থেকে একটি কল আসে। ফোনের অন্য প্রান্ত থেকে বলে আমি কালীগঞ্জ থানার পুলিশ বলছি। আপনার নামে থানাতে একটি মামলা হচ্ছে।

এই মামলা থেকে নাম বাদ দিতে হলে ২ লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অন্য প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাকে গালিগালাজ ও হুমকিসহ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার নানা ভয়ভীতি দেয়ায়। এমন বিষয়টি পরিবারকে জানিয়ে তার বাবা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্যে আমিনুলের মৃতদেহ পাওয়া যায়।

একই রাতে পুলিশ পরিচয়ে সিমলা রোকনপুর ইউনিয়নের ইউনুচ আলী, টিটো, মুনছুর আলী, সিদ্দিক বিশ্বাস, রাকিব হোসেন, আকবর আলী ও আমিনুল ইসলাম নামে ৭ জন ইউপি সদস্যের কাছে ফোন দেওয়া হয়। এ সময় মামলার ভয় দেখিয়ে মোবাইলে তাদের থেকেও চাঁদা দাবি করে অজ্ঞাত প্রতারকরা।

ইউপি সদস্য ইউনুচ আলী কালবেলাকে বলেন, একই রাতে ৯টা ৫২ মিনিটে একই মোবাইল নম্বর থেকে থানার এএসআই মাসুদ পরিচয়ে তাকে একটি কল দিয়েছিল। এ সময় তাকে বলে, তুই আওয়ামী লীগ করিস, তোর নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে ২ লাখ টাকা দিবি। এ সময় সে মোবাইলে কথা বলা পুলিশের সঙ্গে থানায় দেখা করতে চাইলে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার কালবেলাকে বলেন, মৃত ব্যক্তির স্বজনরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু কিছু সময় পরই আবার অভিযোগটি নিয়ে গেছে। তিনি বলেন, পুলিশ পরিচয়ে চাঁদা দাবিকৃত ব্যাক্তির নাম ও মোবাইল নম্বর খতিয়ে দেখেছেন। ওই নামে বা ওই নম্বরের কোনো মোবাইল অত্র থানায় নেই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

১২

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

১৩

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

১৬

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

১৮

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

১৯

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

২০
X