কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে দুই লাখ টাকা দাবি, ভোরে মিলল ইউপি সদস্যের লাশ

কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লাখ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে।’ -এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ভোরে গ্রামের মাঠের ড্রেনের মধ্যে পাওয়া গেছে আমিনুল ইসলাম (৫০) নামের এক ইউপি সদস্যের মরদেহ।

নিহত আমিনুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের খোদা বক্স বিশ্বাসের ছেলে এবং সিমলা-রোকনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এ ঘটনায় ১৬ মার্চ রাতে নিহতের কন্যা আফরোজা খাতুন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে তার বাবা ইউপি সদস্য আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইলে অপরিচয় নম্বর থেকে একটি কল আসে। ফোনের অন্য প্রান্ত থেকে বলে আমি কালীগঞ্জ থানার পুলিশ বলছি। আপনার নামে থানাতে একটি মামলা হচ্ছে।

এই মামলা থেকে নাম বাদ দিতে হলে ২ লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অন্য প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাকে গালিগালাজ ও হুমকিসহ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার নানা ভয়ভীতি দেয়ায়। এমন বিষয়টি পরিবারকে জানিয়ে তার বাবা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্যে আমিনুলের মৃতদেহ পাওয়া যায়।

একই রাতে পুলিশ পরিচয়ে সিমলা রোকনপুর ইউনিয়নের ইউনুচ আলী, টিটো, মুনছুর আলী, সিদ্দিক বিশ্বাস, রাকিব হোসেন, আকবর আলী ও আমিনুল ইসলাম নামে ৭ জন ইউপি সদস্যের কাছে ফোন দেওয়া হয়। এ সময় মামলার ভয় দেখিয়ে মোবাইলে তাদের থেকেও চাঁদা দাবি করে অজ্ঞাত প্রতারকরা।

ইউপি সদস্য ইউনুচ আলী কালবেলাকে বলেন, একই রাতে ৯টা ৫২ মিনিটে একই মোবাইল নম্বর থেকে থানার এএসআই মাসুদ পরিচয়ে তাকে একটি কল দিয়েছিল। এ সময় তাকে বলে, তুই আওয়ামী লীগ করিস, তোর নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে ২ লাখ টাকা দিবি। এ সময় সে মোবাইলে কথা বলা পুলিশের সঙ্গে থানায় দেখা করতে চাইলে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার কালবেলাকে বলেন, মৃত ব্যক্তির স্বজনরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু কিছু সময় পরই আবার অভিযোগটি নিয়ে গেছে। তিনি বলেন, পুলিশ পরিচয়ে চাঁদা দাবিকৃত ব্যাক্তির নাম ও মোবাইল নম্বর খতিয়ে দেখেছেন। ওই নামে বা ওই নম্বরের কোনো মোবাইল অত্র থানায় নেই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১০

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১১

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১২

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৩

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৪

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৫

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৬

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৭

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৮

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৯

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

২০
X