চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

৩০০ ভিজিএফ কার্ড দাবি করায় সমন্বয়ক বহিষ্কার

বহিষ্কৃত কুগিগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত কুগিগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। চিলমারীর সমন্বয়ক পরিচয় দিয়ে থানাহাট ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ৩০০ ভিজিএফ কার্ড দাবি করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ চিলমারী উপজেলার ৩ নম্বর থানাহাট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংক্রান্ত আলোচনাসভা চলাকালীন মো. রিয়াদ মিয়া ভেতরে প্রবেশ করে নিজেকে চিলমারীর সমন্বয়ক পরিচয় দেন। এ সময় তিনি পরিষদের নাগরিকদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের মধ্যে ৩০০ কার্ড দাবি করেন। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপস্থিত স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ঘটনাস্থল থানাহাট ইউনিয়ন পরিষদে গিয়ে ৩০০ কার্ড দাবির বিষয়ের সত্যতা পান। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) মো. রিয়াদ মিয়াকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

প্যানেল চেয়ারম্যান সাইয়েদুর রহমান বলেন, রিয়াদ নামে ছাত্র আন্দোলনের ওই নেতা ৩০০ ভিজিএফ কার্ড দাবি করেছিলেন।

বহিষ্কৃত জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। এখানে সদস্য সচিব নিজে স্বাক্ষর করেছে। বহিষ্কার বিষয়ে আহ্বায়ক কিছুই জানে না। আমাকে হেয় করা হয়েছে।

চিলমারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে সঠিকভাবে তদন্তসাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে ভালো হতো। বহিষ্কারের বিষয়টি আমার কাছে অত্যন্ত দুঃখজনক।

কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তবে সেই দায় সংগঠন নেবে না। রিয়াদকে সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

স্বামীকে বিদায় দেওয়া হলো না সানজিদার

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

টিভিতে আজকের খেলা

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

০১ মে : আজকের নামাজের সময়সূচি

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

১০

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১১

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

১২

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

১৩

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

১৪

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

১৫

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

১৬

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১৭

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১৮

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১৯

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

২০
X