চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

৩০০ ভিজিএফ কার্ড দাবি করায় সমন্বয়ক বহিষ্কার

বহিষ্কৃত কুগিগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত কুগিগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। চিলমারীর সমন্বয়ক পরিচয় দিয়ে থানাহাট ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ৩০০ ভিজিএফ কার্ড দাবি করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ চিলমারী উপজেলার ৩ নম্বর থানাহাট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংক্রান্ত আলোচনাসভা চলাকালীন মো. রিয়াদ মিয়া ভেতরে প্রবেশ করে নিজেকে চিলমারীর সমন্বয়ক পরিচয় দেন। এ সময় তিনি পরিষদের নাগরিকদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের মধ্যে ৩০০ কার্ড দাবি করেন। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপস্থিত স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ঘটনাস্থল থানাহাট ইউনিয়ন পরিষদে গিয়ে ৩০০ কার্ড দাবির বিষয়ের সত্যতা পান। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) মো. রিয়াদ মিয়াকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

প্যানেল চেয়ারম্যান সাইয়েদুর রহমান বলেন, রিয়াদ নামে ছাত্র আন্দোলনের ওই নেতা ৩০০ ভিজিএফ কার্ড দাবি করেছিলেন।

বহিষ্কৃত জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। এখানে সদস্য সচিব নিজে স্বাক্ষর করেছে। বহিষ্কার বিষয়ে আহ্বায়ক কিছুই জানে না। আমাকে হেয় করা হয়েছে।

চিলমারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে সঠিকভাবে তদন্তসাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে ভালো হতো। বহিষ্কারের বিষয়টি আমার কাছে অত্যন্ত দুঃখজনক।

কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তবে সেই দায় সংগঠন নেবে না। রিয়াদকে সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না : সিইসি

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অঞ্জলির মধ্য দিয়ে খুলনায় দুর্গোৎসব শুরু

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিসিবি

রিমান্ডের আদেশ শুনে ঢলে পড়লেন এনায়েত করিম, দেওয়া হলো মিষ্টি চকলেট

জীবনের সঙ্গে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য : নিরাপদ খাদ্যের চেয়ারম্যান

আ.লীগ কর্মীকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়ন, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ

পারসাকে ‘রাখি সাওয়ন্ত’ বললেন পাভেল, ভিডিও ভাইরাল

৬ অক্টোবর বিসিবি নির্বাচনে বাধা নেই

১০

এয়ারপডসে এই কালো বিন্দুগুলো কেন থাকে, কারণ জানলে চমকে যাবেন

১১

হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী

১২

বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

১৩

ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

১৫

পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : নবী উল্লাহ

১৬

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

১৭

কবে ফুরাবে পৃথিবীর অক্সিজেন, জানাল নাসা

১৮

জামায়াত আমিরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূত চিনচেত্রুর সৌজন্য সাক্ষাৎ

১৯

ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া

২০
X