বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আবারও এক-এগারোর কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে। এই কুশীলবরা সেসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবনের যখন সফলতার সুবর্ণ সময়, সেই সময় তারেক রহমানের ওপরে নানা মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল। এই কুশীলবদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুণী বিএনপি নেতা তাদের দেওয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এ দেশের ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে দুর্নীতিবাজ, ভোট চোর, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। দেশের মানুষ নতুন করে দেশ গড়ার চেষ্টা শুরু করেছে, ভোট চোরমুক্ত পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তখনই আবার ১/১১-এর কুশীলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। রাজনীতিবিদদের চরিত্রে আবারও কালিমা লেপন করে তারা বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়।
নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে দুলু আরও বলেন, দেশের নতুন এই ষড়যন্ত্রের বিষয়ে দেশের মানুষকে এসব কুশীলবের কর্মকাণ্ড সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। তাদের ষড়যন্ত্র আর সফল হতে দেওয়া হবে না। ১/১১-এর কুশীলবদের ষড়যন্ত্র এবার দেশের মানুষ রুখে দেবে।
মন্তব্য করুন