সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু পরিবারের বাড়ি-মন্দির ভাঙচুরের অভিযোগ বিএনপি নেত্রীর বিরুদ্ধে

ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের বাড়ি। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের বাড়ি। ছবি : কালবেলা

সিলেট নগরীতে এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়ি দখল করতে গিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেত্রীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকার হাজিপাড়ায় এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেত্রী জেসমিন বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, জেসমিন বেগম সিলেট মহানগর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি। দুই বছর ধরে শারীরিক প্রতিবন্ধী অসীম কুমার দাশের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন তিনি। তার নেতৃত্বে গত মঙ্গলবার বিকেলে ১৫-২০ জন লোক ওই পরিবারের সদস্যদের মারধর করে বসতঘর ও মন্দিরে ভাঙচুর চালায়। এ সময় বাড়ি না ছাড়লে প্রাণনাশের হুমকিও দেয় হামলাকারীরা।

পরে প্রতিবেশীরা এলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

ভুক্তভোগী অসীম কুমার দাশ অভিযোগে উল্লেখ করেছেন, গত মঙ্গলবার বিকেলে জেসমিন বেগম ও তার ভাই কামাল আহমেদ, কাওছার, রায়হান মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়ির সীমানায় প্রবেশ করে ইট-পাথর নিক্ষেপ করে। বসতঘরের জানালার কাচ ভাঙচুর করে। তখন অসীম কুমারের বাবা ও মা ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে হামলাকারীরা বসতঘরে ঢুকে আসবাব ভাঙচুরসহ লোহার পাইপ ও হকিস্টিক দিয়ে মা-বাবাকে বেধড়ক মারধর করে। এ সময় তারা হুমকিও দেয় বাড়ি ছেড়ে না দিলে তাদের খুন করা হবে।

শনিবার (২২ মার্চ) দুপুরে সরেজমিন দেখা যায়, অসীম কুমার দাশের বাড়ির পেছনের অংশ ভেঙে ফেলা হয়েছে। আরও অংশ ভাঙার জন্য লাল রঙের দাগ দেওয়া হয়েছে। বসতঘরের পেছনের জালানোর কাচ এবং পারিবারিক মন্দিরের দরজা ও কাচে আঘাতের চিহ্ন।

অসীম কুমার দাশ কালবেলাকে বলেন, তারা আমাদের ৬ বছর ধরে হয়রানি করছে। এ জন্য আমি ২০২০ সালে থানায় জিডি করেছি। আর গত ৫ আগস্টের পর তারা আমার ঘরের দেয়াল ভেঙেছে। এর পর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে।

অভিযোগের বিষয়ে সিলেট মহানগর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক জেসমিন বেগম বলেন, ‘আমরা এখানে বসবাস করছি ৫০ বছর ধরে। আমাদের তিনটি প্লট রয়েছে। আসলে এটি প্রতিহিংসা থেকে ছড়ানো হচ্ছে। এখানে মারধর কিছু না।’

সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, আমি জায়গাটা পরিদর্শন করেছি। জায়গাটা মূলত চা-বাগানের। তবে হিন্দু পরিবারটি অনেকদিন ধরে সেখানে বসবাস করছে। সেখানের ম্যানেজার আমাকে বলেছে তারা দুজনই বৈধ নয়। রাস্তা বলেন, আর ঘর বলেন, কোনো জায়গাই কারও নয়। সব জায়গাই চা-বাগানের। রাস্তা নিয়ে তারা বিনা কারণে ঝামেলা করছেন। তার পরও প্রাথমিক অনুসন্ধান চলছে। দুপক্ষই বলেছে, তারা স্থানীয়ভাবে বসে সমাধান করবে।

এদিকে, শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন কালবেলাকে বলেন, ‘মঙ্গলবার ঘটনাটি শুনে আমি অসীমের বাসায় এসেছিলাম। এখানে বিএনপি নামধারী একজন মহিলা থাকেন। তিনি তিনবার অসীমের বাসায় হামলা করেছেন। এর আগে অসীমের ঘর ভেঙে রাস্তার জন্য জায়গা দিয়েছে। এরপর আবার লাল দাগ দিয়েছে জায়গা ভাঙার জন্য। তার আসল উদ্দেশ্য অসীমের ঘরটি উচ্ছেদ করা। রাস্তার নামে জায়গাটি দখল করা। আমরা বিএনপি, জামায়াতসহ সবাই অসীমের পক্ষে রয়েছি।’

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব বলেন, আমরা লাইভে (ফেসবুক) যে বিষয়টি দেখেছি, সেটা এখানে এসে প্রমাণ পেয়েছি। অসীম কুমার প্রায় ৫০ বছর ধরে এখানে বসবাস করছেন। ৫ আগস্টের পর জোরপূর্বক এই বিএনপি নেত্রী দেয়াল ভেঙে ২ ফুট জায়গা নিয়ে নেন। পরে আবার আরও ৫ ফুট দাবি করেন। অসীম না দেওয়ার কারণে তার ঠাকুরঘর, বসতঘরে হামলা করেন তিনি।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে, বিষয়টি এমন নয়। জেসমিন বেগম ও অসীম কুমার উভয়ই বাগানের (চা-বাগান) জায়গায় ঘর করেছেন। তদন্ত কমিটি হয়েছে। কাগজপত্রে প্রমাণিত হবে এটা কার জায়গা। এখন পর্যন্ত যা জানি কেউ কারও জায়গা দখল করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাল ইশরাকের আইনজীবী 

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ / ভারতের প্রতি সমর্থন, তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ 

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

এআই আর্মস রেস  / ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান

কেউ গোপনে ভালোবাসছে? জেনে নিন তার ৭টি লক্ষণ

রক্তাক্ত গাজা : ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

ইরানের জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

১০

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

১১

বন্ধুকে অপহরণ, মুক্তির শর্তে স্ত্রীকে কুপ্রস্তাব

১২

‘প্রভাব খাটিয়ে’ হাটের ইজারা পেলেন বিএনপি নেতারা

১৩

ফুলে সাজানো রিকশায় প্রধান শিক্ষকের বিদায়

১৪

মুক্তি পেয়েই জেলগেটের সামনে ফের আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

১৬

পাকিস্তানে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশঙ্কা

১৭

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ১ হাজার বিমান হামলা

১৮

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১৯

বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

২০
X