তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে তালতলী উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটোগাড়ির সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

দুপক্ষের সংঘর্ষে জলিল মৃধা (৩৬) এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জলিল মৃধা ও রাজিব মৃধার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকলেই বিএনপি সমর্থক।

আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, রাজিব ফকির ২০-২৫ জন বিএনপির নেতাকর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে। এতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটোগাড়ি সিরিয়াল ভেঙে জোরপূর্বক গাড়ি চালাতে চেষ্টা করে। এতে জামাল নামের একজনে বাধা দিলে তাকে মারধর করেছে। রাজিব এ বিষয়টির প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

ছয় ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশে এসেছিলেন ওয়াংচুক, ভারতীয় পুলিশের চাঞ্চল্যকর দাবি

২৮ সেপ্টেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আমেরিকা থেকে আরও গম কেনার চুক্তি করছে বাংলাদেশ : খাদ্য উপদেষ্টা

অনৈতিক প্রস্তাবে যে কারণে রাজি হয়েছিলেন সাইফ

নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল দাদির

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১০

দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় শামিল হতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

১১

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, রয়েছে নানা সুবিধা

১২

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্বন্দ্ব, থমথমে সিলেট নগরী

১৩

হজের খরচ কমছে, প্যাকেজ ঘোষণা আজ

১৪

সমাবেশে প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের প্রতিক্রিয়া

১৫

আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু

১৬

২৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

নির্বাচন প্রলম্বিত করলে স্বৈরাচার ফেরার রাস্তা তৈরি হবে : ডা. জাহিদ 

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

২৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X