বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলামকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ের জেলা পরিষদ মসজিদের সামনে থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, পুলিশ অভিযান পরিচালনা করে পৌর জামায়াতের আমির তাজুল ইসলামকে (৪৪) গ্রেপ্তার করেছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
তিনি বলেন, তাজুল ইসলামের বিরুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়া থানায় দুটি, বড়লেখা থানায় একটি ও সদর থানায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
মন্তব্য করুন