রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ সদস্য হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর করা হবে : ফারুক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পথসভায় বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পথসভায় বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও রাণীশংকৈলে চেকপোস্ট স্থলবন্দর চালু করা হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরের খামার ঈদগাহ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত পথসভায় বিভিন্ন মসজিদ মন্দিরে উন্নয়ন বরাদ্দ প্রদানকালে তিনি এ কথা বলেন।

এসময় গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ১০০ টাকার বাজেট মফস্বলে আসতে আসতে ১০টা হয়ে যায়। গত ৪০ বছর ধরে যারা এই এলাকায় সংসদ সদস্য ছিলেন তারা এলাকায় তেমন উন্নয়ন করেননি। হরিপুরের কিছু ইউনিয়নের এমন কিছু রাস্তা আছে যা চলাচলের উপযোগী নয়।

তিনি আরও বলেন, আগামীতে নির্বাচন স্বচ্ছ হবে এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

ফারুক হাসান আরও বলেন, সংসদ সদস্যরা সামান্য হাঁচি কাশি হলেই তারা সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন। অথচ তারা নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে সেখানে চিকিৎসার মান উন্নত হত।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, আমাদের পাশ্ববর্তী এলাকার সাংসদ যে পরিমাণ কাজ করেছেন সেই হিসেবে গত চল্লিশ বছর ধরে যারা এই এলাকায় সংসদ সদস্য ছিলেন তারা দৃশ্যমান কোনো উন্নয়ন না করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন।

ফারুক হাসান গত চল্লিশ বছরে এলাকায় কোনো শিল্প কারখানা গড়ে না তোলায় সমালোচনা করে বলেন, এই এলাকায় উর্বর মাটিতে আলু, ভুট্টা ও গমের ভালো ফলন হয় কিন্তু প্রান্তিক কৃষকরা তাতে দাম পান না। আজ যদি চেকপোস্ট স্হলবন্দর চালু হয় তাহলে প্রান্তিক কৃষকরা ফসলের নায্য দাম পাবেন।

তিনি আরও বলেন, উওরবঙ্গে অনেক বড় বড় নেতার আবির্ভাব ঘটেছে, সেই হিসেবে উওরবঙ্গ আজও উন্নয়ন বৈষম্যের স্বীকার। তারা নিজ এলাকার উন্নয়ন না করে নিজের উন্নয়ন করেছেন। আমাদের এখানকার আলু দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় কোম্পানির চিপসসহ অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে যদি শিল্প কারখানা গড়ে উঠত তাহলে এসব কৃষিজাত দ্রব্যকে আমরা নিজেরা সংরক্ষণ করতে পারতাম।

উল্লেখ্য যে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, আজ হরিপুরের গেদুড়া ইউনিয়ন অন্তর্গত বন্দর জামে মসজিদ তিন লাখ টাকা, আমগাঁও খিড়াচন্ডী জামে মসজিদে তিন লাখ টাকা, ভেটনা দারুল উলুম জামে মসজিদে তিন লাখ টাকা ও দেবরাজ মন্দিরে চার লাখ টাকার উন্নয়ন বরাদ্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক রুপম আহম্মেদ, গণঅধিকার পরিষদের হরিপুর উপজেলা সভাপতি মোজাক্কেরুল ইসলাম সুমন, ছাত্র অধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সভাপতি হযরত জায়েদসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১০

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১১

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১২

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৩

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৪

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৫

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৬

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

১৮

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

১৯

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

২০
X