কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান’

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি তুলে দিচ্ছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি তুলে দিচ্ছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও।

শুক্র ও শনিবার (০৪ ও ০৫ এপ্রিল) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ও চরমোনাইয়ের বিশ্বাসের হাট এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু নাসের বলেন, কোনো দলের রাজনৈতিক পদে না থেকেও একজন ক্রিকেটপ্রেমী মানুষ হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বব্যাপি সমাদৃতে নিরলস কাজ করে গেছেন তিনি। এ জন্য আজীবন মানুষ তাকে স্মরণ করবে।

তিনি আরও বলেন, তৎকালীন ১/১১ সরকারের সময়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিনা কারণে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল। ওই নির্যাতনের পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত রহমান। এ দুজনকে গ্রেপ্তার ও নির্যাতনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল তারা।

রহমাতুল্লাহ বলেন, এ পর্যন্ত জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে কেউ সফল হয়নি, আর কখনো হবেও না। কারণ, দেশের জনগণ ভাল করেই জানে, জিয়া পরিবার গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে। আর বিএনপি হচ্ছে জনকল্যাণমুখী সেই দল। জিয়া পরিবারকে ধ্বংস করার অপচেষ্টা চালালে কেউ টিকে থাকতে পারেনি, আর পারবেও না।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ক্রীড়ার উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলতে চেয়েছিল।

আবু নাসের বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। বিএনপি ক্ষমতায় থাকলে ক্রীড়াঙ্গনের সফলতা আসে। টানা ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রেই তারা লুটপাট ছাড়া আর কিছুই করতে পারেনি। যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

শায়েস্তাবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ সাধারণ সম্পাদক এস এম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ আয়োজক আসিফ মাহমুদ, সিফাত, মাসুদ, ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, আশিক মাহমুদ মুন্না।

চরমোনাই বিশ্বাসের হাটে অনুষ্ঠিত কর্মসূচিতে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, জেলা ছাত্রদল নেতা আকবর মুবীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

শুটিং সেটে গুরুতর আহত, প্রযোজকের কথা ভাবলেন শ্রদ্ধা

আঁধারে শেষ ২০ বিঘা সবজি ক্ষেত

বানিয়ে নিন মচমচে ফুলকপির পকোড়া

মুক্ত আকাশে ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি

রামপুরায় ২৮ জনকে হত্যা : অভিযোগ গঠনে শুনানির তারিখ নির্ধারণ

প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

দুর্নীতি চাওয়া না চাওয়ার মধ্যে ফাঁক রয়েছে : দুদক চেয়ারম্যান

১০

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

১১

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

১২

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

১৩

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

১৪

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

১৫

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

১৬

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

১৭

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

১৮

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

১৯

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

২০
X