লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ 

অভিযুক্ত ছাত্রদল কর্মী সাঈদ সারোয়ার শুভ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রদল কর্মী সাঈদ সারোয়ার শুভ। ছবি : সংগৃহীত

বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় স্কুলশিক্ষককে লাঞ্ছিত ও মারধর চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। পাইপ নিয়ে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ওই কর্মীর নাম সাঈদ সারোয়ার শুভ। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি সদর উপজেলার কামানখোলা বাজার এলাকার আবদুল আজিজের ছেলে।

জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল৷ সভা চলাকালে লুঙ্গি পরিহিত অবস্থায় হাতে এসএস পাইপ নিয়ে তিনি স্কুলে প্রবেশ করেন। এ সময় প্রধান শিক্ষক ও অন্য কয়েকজন শিক্ষককে গালমন্দ, লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করেন। এ ঘটনার কিছুক্ষণ পর স্কুলে যান শুভর বাবা আবদুল আজিজ। তিনিও প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

শিক্ষক সেলিম রেজা বলেন, বিদায় অনুষ্ঠান চলাকালে স্কুলে প্রবেশ করে ওই যুবক। এ সময় তার হাতে এসএস পাইপ ছিল। তখন সে শিক্ষকদের গালমন্দ করতে থাকে। পরিচয় জানতে চাইলে আমাকে ও অন্যান্য শিক্ষককে মারধরের চেষ্টা করে।

স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভুইয়া কালবেলাকে বলেন, শুভ স্কুলে ঢুকেই গালমন্দ করতে থাকে। কেন এমন অশ্লীল আচরণ করছে, জানতে চাইলে আমাকে মারতে তেড়ে আসে সে। শুধু শুভ নয়, তার বাবাও আমাকে লাঞ্ছিত করে এবং মারধরের চেষ্টা করে। আমি বিষয়টি ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে জানাব।

স্কুল পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, শুভদের পূর্বের ওয়ারিশরা স্কুলে জমি দান করেছেন। এজন্য তার দাবি, আজকের প্রোগ্রামে দাওয়াত না দিয়ে তাকে শিক্ষকরা অপমান করেছেন। এতে শুভ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটিয়েছে, যা খুবই নিন্দনীয়। তাছাড়া শুভদের পরিবারের একাধিক সদস্য এই স্কুলে চাকরি করছেন।

অভিযুক্ত শুভর বাবা ও সদর থানা শ্রমিক দলের সভাপতি আবদুল আজিজ বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন।

তবে শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া আজকের ঘটনার কোনো জবাব দেননি তিনি।

জানতে চাইলে সাঈদ সারোয়ার শুভ তার বাবার মতো প্রধান শিক্ষককে দায়ী করে একই কথা বলেন। তবে আজকের ঘটনার বিষয়ে তিনিও কোনো কথা বলেননি।

সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, শুভ ছাত্রদলের কর্মী। তবে কোনো দায়িত্বে নেই। এজন্য তাকে বহিষ্কার কিংবা দলীয় কোনো ধরনের শাস্তি দেওয়া সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১০

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১১

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১২

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৩

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১৪

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৫

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৬

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৭

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৮

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৯

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

২০
X