বরগুনা ও বেতাগী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার বিএনপি নেতা শাহ জামাল মিন্টু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বিএনপি নেতা শাহ জামাল মিন্টু। ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় চাঁদাবাজির মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

গ্রেপ্তার ওই নেতার নাম শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)। তিনি পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি মনিরুজ্জামান।

জানা যায়, খোকন হাওলাদার নামের এক ব্যক্তি বাদী হয়ে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন। এ অভিযোগে মিন্টু আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাদী খোকন খোকন হাওলাদার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সত্তার হাওলাদারের ছেলে।

মামলার ১নং আসামি হলেন- বেতাগী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের (আবু খা) ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান (৪৫)। ২নং আসামি হলেন- ১ নম্বর ওয়ার্ডের পান্না হাওলাদারের ছেলে পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিন্টু হাওলাদার এবং ৩নং আসামি হলেন- ৩ নম্বর ওয়ার্ডের মুযফফর আকনের ছেলে পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ জামাল মিন্টু।

থানা সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৪-৫ ধারায় মামলাটি বরগুনা আদালতে দায়ের করেন মামলার বাদী খোকন। ২২ এপ্রিল মামলার কপি থানায় আসলে আদালতের নির্দেশে বেতাগী থানায় তা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী দরপত্রের মাধ্যমে ১২ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা সর্বোচ্চ দর দিয়ে ১ বছরের জন্য বেতাগী পৌরসভা টেম্পুস্ট্যান্ড ইজারা পান বাদী খোকন হাওলাদার। গত ১৩ এপ্রিল বেতাগী পৌরসভা থেকে ইজারার কার্যাদেশ জারি করা হলেও ইজারা না পাওয়া ১ নম্বর আসামি নেছার খানের নেতৃত্বে ২ ও ৩ নম্বর আসামিসহ অন্যান্য ৫-৬ জন আসামিকে সঙ্গে নিয়ে খোকন হাওলাদারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হুমকি-ধামকি দুই লাখ টাকা চাঁদাদাবি করেন এবং পরের দিন থেকে জালিয়াতিভাবে রসিদ তৈরি করে নিজস্ব লোকজন নিয়ে বেআইনিভাবে টোল আদায় করে আসছিলেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় জানালে তারা নেছার উদ্দিনকে বারবার বারণ করা সত্ত্বেও নেছার খানকে তার কার্যক্রম থেকে ফেরাতে না পেরে আদালতের শরণাপন্ন হন বাদী খোকন হাওলাদার।

মামলার বাদী খোকন হাওলাদার বলেন, মামলার ১ নম্বর আসামি নেছার উদ্দিন যে রসিদ ব্যবহার করছেন তা জালিয়াতির মাধ্যমে তৈরি এবং এটা সম্পূর্ণ বেআইনি। এর প্রতিবাদে আমরা আগেও মানববন্ধন করেছি।

অভিযুক্ত ১ নম্বর আসামি নেছার উদ্দিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বৈধভাবে ইজারার চার ভাগের এক ভাগ মালিক। আমার অংশে আমি নিয়মমাফিক রসিদ দিয়েই টাকা নিচ্ছি।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির কালবেলাকে বলেন, আমিও শুনেছি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান ইজারা না পেয়ে অবৈধভাবে টোল আদায় করেছেন। এ বিষয়ে খোকন হাওলাদার নেছারসহ তার সঙ্গের লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ব্যক্তি অপরাধের দায় দল নেবে না।

বেতাগী থানার ওসি মনিরুজ্জামান মনির কালবেলাকে বলেন, আমরা মিন্টু আকনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১০

জাঁকজমকপূর্ণ আয়োজনে শাহরুখপুত্রের অভিষেক

১১

স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে

১২

রহস্যময় সৌন্দর্যে ঘেরা ৭০০ বছর পুরোনো সোনারগাঁয়ের পোদ্দার বাড়ি

১৩

অ্যানফিল্ডে দর্শকের সঙ্গে ঝগড়া করে লাল কার্ড দেখলেন সিমিওনে

১৪

প্রথমবার পডকাস্টে আফজাল হোসেন

১৫

চুরি গেল জাদুঘরে রাখা ‘ফেরাউনের’ স্বর্ণের ব্রেসলেট

১৬

একে অন্যের বোনকে নিয়ে পালালেন শ্যালক-দুলাভাই

১৭

আত্মীয়স্বজনের যে আচরণের কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়

১৮

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন সালাহ

১৯

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

২০
X