ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি

ঠাকুরগাঁওয়ে সাথী সমাবেশে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে সাথী সমাবেশে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) -এর ভিসি যেভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছেন তদন্ত থেকে শুরু করে শিক্ষার্থীদের ওপর হামলা পর্যন্ত সবকিছুতেই তার স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে। তিনি পদত্যাগ করেননি, বরং সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তাকে পদচ্যুত করা হয়েছে। এটি একটি বড় বার্তা। আগামী দিনে যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করবেন, তাদের জন্য বাংলাদেশে কোনো স্থান নেই।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাথী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকে তিনি ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচনের কথা আমরা আগেও বলেছি। আশা করছি, বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। এতে করে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে এবং লেজুড়ভিত্তিক রাজনীতির ধারা অনেকটাই কমে যাবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ নিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনাকে সম্মান করি— ’৫২, ’৬৯ কিংবা ’৭১ —সবকিছুকেই আমরা লালন করি। কিন্তু কোনো একটি গোষ্ঠী যদি একটি গৌরবময় ইতিহাসকে নিজেদের কার্ড হিসেবে ব্যবহার করে অন্যদের দমন করে, আমরা তার বিপক্ষে। গত ১৫ বছর ধরে যারা একাত্তরের কার্ডকে নিজেদের চেতনা বানিয়ে রেখেছে, তারা এই সময়ে কী করেছে? তারা দেশে গণহত্যা চালিয়েছে, অর্থ পাচার করেছে— যে অর্থ দিয়ে বাংলাদেশ চারবার বাজেট করতে পারতো।

তিনি আরও বলেন, এই অর্থ জনগণের— এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা পাঁচ আগস্টের পর থেকে একটি বার্তা দিয়ে আসছি— এই আন্দোলন ছাত্রদের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে এটা সর্বসাধারণের আন্দোলনে পরিণত হয়েছে। এটা কোনো একক ব্যক্তির নয়, এটা সবার অর্জন।

শহীদ পরিবারের প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের পরিবারকে সান্ত্বনা দিতে রমজান ও ঈদের সময়ও তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি। আমরা চাই শহীদদের পরিবার যেন একা না থাকে— আমরা তাদের পাশে থাকব।

সামনের দিনের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, জুলাই বিপ্লবের যে গতি শুরু হয়েছে, সেখানে আর আধিপত্যের রাজনীতি থাকবে না। থাকবে মত ও আদর্শের স্বাধীনতা। কেউ কারও ওপর মত চাপিয়ে দেবে না। ছাত্রশিবির আগামী দিনের আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা চাই তারা দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠুক।

ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখা আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আমজাদ হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, বাছাই প্রক্রিয়া যেভাবে

বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

বিস্ফোরণে ৩০০ মিটার দূরে ছিটকে গেল পুলিশের দেহাংশ

পর্যটনে নতুন আকর্ষণ, শতবর্ষী প্যাডেল স্টিমার এখন প্রমোদতরী

ঐতিহ্য ফেরাতে সংস্কার হচ্ছে ঢাকার ৪৪ পুকুর-জলাশয়

গণধর্ষণের শিকার হয়ে থানায় নারী, ভিডিও ভাইরাল

সৎ মানুষদের রাজনীতিতে ক্যারিয়ার গড়ার আহ্বান জানালেন উপদেষ্টা

মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন সাবেক প্রেমিকা

বিষধর সাপের ফণা মুখে নিয়ে ঘটালেন অবাক কাণ্ড

কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

১০

বিভিন্ন পণ্যে কর ছাড়ের ঘোষণা ট্রাম্পের

১১

চাকরি ছেড়ে বিনামূল্যে মানুষের ঘরবাড়ি পরিষ্কার করছেন তরুণী

১২

৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ

১৩

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা 

১৪

বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৫

হিরো আলম গ্রেপ্তার হওয়ায় যা বললেন রিয়ামনি

১৬

‘ইয়েস, ইটস নাও অফিসিয়াল’

১৭

সেতুতে চলে না যান, কৃষক শুকায় খড় আর ধান

১৮

বাংলাদেশ ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

১৯

ছয় মাসে যা খেয়ে ওজন কমালেন স্বস্তিকা

২০
X