কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মে দিবসে স্বল্প আয়ের শতাধিক পরিবারের মাঝে ছাগল উপহার দেওয়া হয়েছে। এছাড়াও এসময় ক্যানসার আক্রান্ত রোগী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে এ উপহার প্রদান করা হয়।
সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এসময় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহাম্মদ জুয়েল, মো. মহসিন কবির সরকার, মো. আরিফুল হক ভূঁইয়া, আজীবন সদস্য ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মো. জাহাঙ্গীর আলম, মো. বাদল, মো. মিজানুর রহমান খান চেয়ারম্যানসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামাল বলেন, সমাজের অসচ্ছল ও অসহায়দের সাহায্যার্থে আমাদের এই সমিতি কাজ করছে। এরই অংশ হিসেবে আজকে উপজেলার বিভিন্ন এলাকার স্বল্প আয়ের শতাধিক পরিবারের মাঝে ছাগল উপহার দেওয়া হয়। এছাড়া ক্যানসারের রোগী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন