মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, আমি একজন শিল্পী মানুষ, গানের মানুষ। গানের পাশাপাশি আমি মানুষের সেবা করতে পছন্দ করি, ভালোবাসি। আমি সেই সেবার দৃষ্টিতেই রাজনীতি করি।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে কালবেলাকে এ কথা বলেন তিনি।
মমতাজ বেগম বলেন, মানুষের সেবার দৃষ্টি নিয়েই রাজনীতি করি, মানুষের সেবা করে চলছি। কতটুকু মানুষের সেবা করতে পেরেছি বা কতটুকু মন জয় করতে পেরেছি তা আগামী নির্বাচনেই প্রমাণ হবে।
আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ সংগঠন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়াটাই সৌভাগ্যের বিষয়। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে দলীয় সভাপতি, রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন। শুধু তাই নয়, নেত্রী আমাকে তিনবার মনোনয়ন দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমার নির্বাচনী এলাকায় ১৫ বছরে যে কাজ করেছি গত ৫০ বছরেও তা কেউ করতে পারেনি।
তিনি আরও বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার একজন ছোট্ট কর্মী মাত্র। আমার নেত্রী যদি মনে করেন আমি ১৫ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কোনো স্বার্থ ছাড়াই গানের পাশাপাশি জনসেবা করে আসছি, আবারও তিনি মমতাজকে দিয়ে এ অঞ্চলের মানুষের সেবা করাবেন তাহলে আমাকে মনোনয়ন দিবেন। আর যদি আমার চেয়ে বেটার কিছু আছে, এটাও যদি হয় তাহলে তিনি (প্রধানমন্ত্রী) আমাকে যে হুকুম করবেন, আমি সেটাই করব।
নির্বাচনের প্রার্থীদের নিয়ে তিনি বলেন, নির্বাচন এলে একাধিক প্রার্থী আসবে এটাই স্বাভাবিক। এটা শুধু আমার আসনেই নয়, দেশের প্রতিটি আসনেই একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছে এবং নতুন মুখও মাঠে আছেন। এটা কিন্তু আমাদের দলের জন্য অনেক পজেটিভ বিষয়। কারণ সবাই কিন্তু নৌকার হয়েই কথা বলছেন এবং নৌকার ভোটই চাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার একটাই কথা, শতফুল ফুটবে, সেখান থেকে তিনি সেরাটা বেছে নিবেন। আমাদের সবাইকে তিনি মাঠে ছেড়ে দিয়েছেন। আমরা মাঠে আছি। নৌকার কথা বলছি। শেখ হাসিনার কথা বলছি, আওয়ামী লীগের কথা বলছি। পরিশেষে দলীয় সভাপতি শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করব।
মন্তব্য করুন