বরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে সম্প্রতি মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বাসিন্দার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন বাবুল মৃধা ও জাকির মৃধা।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাট থেকে শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের পুরোটা জুড়েই ছইলা, কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে বন বিভাগ। শ্বাসমূলীয় এসব গাছপালা বড় হয়ে ঘন জঙ্গল সৃষ্টি করেছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য পরিণত হয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার সবুজ দেয়ালে।
সরেজমিনে দেখা যায়, কয়েক শত চারা গাছ কেটে প্রায় ২ একর জমি খনন করে মাছের ঘের করেছেন স্থানীয় প্রভাবশালী বাবুল মৃধা ও জাকির মৃধা।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল মৃধা ও জাকির মৃধা বলেন, এটা আমাদের বাড়ির সম্মুখভাগ। এই জমি আমরা বন্দোবস্ত নিয়েছি। এখানে চিংড়ি মাছ চাষ করার জন্য ঘের খনন করছি। বন বিভাগের লোকজন এসে দেখে গেছেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরার) তালতলী উপজেলা সমন্বয়ক ও পরিবেশ কর্মী আরিফ রহমান বলেন, এভাবেই প্রতিনিয়ত আমাদের উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংস ও দখল করছে একশ্রেণির ভূমিদস্যু। এসব ভূমিদস্যুদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা উচিত। তাছাড়া উপকূলীয় বনভূমি রক্ষায় প্রশাসনের সচেতনতামূলক প্রচার চালানো প্রয়োজন।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, বিষয়টি অবগত হয়ে দখলদারদের নোটিশ করা হয়েছে। দখল করা বনের জমি উদ্ধার ও বন উজাড়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বন কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন