ঝিনাইদহের কালীগঞ্জে তিন কৃষকের ৬ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬ থেক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
রোববার (১১ মে) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতের কোনো এক সময় বলরামপুর গ্রামে বিমল দেবনাথের পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ৬ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন লাগায় নিয়ন্ত্রণেও বেগ পেতে হয় স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৬ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তিন কৃষকের মোট প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন