মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় উপকূল রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৪৮ গ্রাম

বড়দল ইউনিয়নের কেয়ারগাতি খেয়াঘাটে পাউবোর উপকূলীয় বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ছবি : কালবেলা
বড়দল ইউনিয়নের কেয়ারগাতি খেয়াঘাটে পাউবোর উপকূলীয় বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কেয়ারগাতি খেয়াঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধে ভয়াবহ ফাটল ও ধস দেখা দিয়েছে। এখনই যথাযথ ব্যবস্থ না নিলে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে ৩টি ইউনিয়নের ৪৮টি গ্রাম প্লাবিত হতে পারে।

স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলার বড়দল ইউনিয়নের খোলপেটুয়া, মরিচ্চাপ ও বেতনা নদীর মোহনার কেয়ারগাতি খেয়াঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নম্বর পোল্ডারের বাঁধের ৩০০ মিটারে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। কয়েকবার বাঁধ রক্ষায় কাজ করা হয়েছে। কিন্তু যথাযথভাবে সংস্কারকাজ না হওয়ায় কয়েক দিন যেতে না যেতেই আবার একই অবস্থার সৃষ্টি হয়। সামান্য জলোচ্ছ্বাস ও ঝড়বৃষ্টি হলে বাঁধের বিভিন্ন স্থান ধসে পড়ে।

কেয়ারগাতি গ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, কেয়ারগাতি খেয়াঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে প্রবল ভাঙন শুরু হয়েছে। যে কোনো সময় তাদের বাড়িসহ ৩০টি পরিবারের বসতভিটা নদীতে চলে যেতে পারে। একসঙ্গে মুক্তিযোদ্ধা আবদুর রহিম ও শহীদ মুক্তিযোদ্ধা আজিজ সানার কবরও হুমকির মধ্যে রয়েছে।

কেয়ারগাতি গ্রামের আব্দুর রহমান সানা জানান, কয়েক বছর ধরে তাদের এলাকায় নদীভাঙন চলছে। পাউবো এখানকার ভাঙনের ব্যাপারে গুরুত্ব দেয় না। প্রতিবছর লোকদেখানো কাজ হয়। কিন্তু তাতে এলাকার মানুষের আতঙ্ক কমে না। এভাবে বছরের পর বছর তাদের ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়।

বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ সানা জানান, তিন নদীর মোহনা কেয়ারগাতি এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। ২০২১ সালে কয়েক লাখ টাকা ব্যয় করে তিনি ওই এলাকার ভাঙনকবলিত এলাকা সংস্কার করেছিলেন। ২০২২ সালে পানি উন্নয়ন বোর্ডও কিছুট সংস্কার করেছিল। কয়েক দিন যেতে না যেতেই আবার ভাঙন শুরু হয়। বর্তমানে ভাঙন এক হাজার ফুট ছাড়িয়ে গেছে। যে কোনো সময়ে ওই স্থান থেকে ভেঙে বড়দল ইউনিয়নের কেয়ারগাতি, জামালনগর, ডুমুরপোতা, গোয়ালডাঙ্গা, বামুনডাঙ্গাসহ ইউপির ২৪ গ্রাম ছাড়াও আনুলিয়া ও খাজরা ইউনিয়নের আরও ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জগদীশ সানা আরও বলেন, বড়দল ইউনিয়নে ফসলি জমি বেশি। বর্তমানে সব জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। বাঁধের ভাঙনকবলিত এলাকা সংস্কারের জন্য বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলেও ফল হচ্ছে না। তারা তাদের ইচ্ছামতো সংস্কারকাজ করেন। তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে জানতে পারেন না। তিনি ক্ষতিগ্রস্ত বাঁধ জরুরিভিত্তিতে সংস্কার করার দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ে সংস্কার করা না হলে বড়দল, আনুলিয়া ও খাজরা তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।

পাউবোর বটতলা কার্যালয়ে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. মতিন খসরু জানান, হঠাৎ ভাঙন প্রবল আকার ধারণ করেছে। ৯০০-১০০০ ফুট এলাকাজুড়ে ভাঙন চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য আ ফ ম রুহুলকে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, তিনি এ বিষয়ে গত বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাক্তার আ ফ ম রুহুল হক জানান, কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে অতি দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১০

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১১

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১২

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৩

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৪

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৫

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৬

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৭

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৮

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৯

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

২০
X