আরিফ সরদার, ঝালকাঠি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছর ধরে সেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন ছাত্রলীগ নেতা

অকেজো পড়ে থাকা সেতু ও ইনসেটে অভিযুক্ত ঠিকাদার ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। ছবি : কালবেলা
অকেজো পড়ে থাকা সেতু ও ইনসেটে অভিযুক্ত ঠিকাদার ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছর ধরে সেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন এক ছাত্রলীগ নেতা। খাল ছাড়াই ঠাঁয় দাঁড়িয়ে আছে একটি সেতু। তার ওপর নেই এর কোনো সংযোগ রাস্তা। এতে কোনো কাজেই আসছে না সেতুটি। পাঁচ বছর আগে নির্মিত সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় কমে যাচ্ছে এর আয়ুষ্কাল।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ফয়রা এলাকায় কোনো খাল ছাড়াই সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির পূর্ব পাশে ইটের সলিং রয়েছে, যেটি দিয়ে মানুষ চলাচল করে। এছাড়া যে বক্স কালভার্টগুলো করা হয়েছে সেগুলোতে খাল নেই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নলছিটি উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিঝেপি প্রজেক্টের আওতায় ৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে শিমুলতলা বাজার থেকে মানপাশা পর্যন্ত রাস্তা, ৮টি বক্স কালভার্ট ও ১টি সেতু নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের মে মাসে। মহিউদ্দিন আহমেদ নামে এক ঠিকাদারের সঙ্গে এ চুক্তি হয়।

মূল ঠিকাদার কাজটির জন্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে সাব-ঠিকাদার নিয়োগ দেন। ২০২০ সালের জুন মাসে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। অথচ এই সময়ে মূল সেতু ও কিছু বক্স কালভার্ট নির্মাণ সম্পন্ন হলেও নির্মাণ করা হয়নি সড়কটি।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি কোনো খাল ছাড়াই নির্মাণ করা হয়। এটা নিছক সরকারি অর্থ অপচয় করা ছাড়া আর কিছু নয়। এত টাকা দিয়ে সেতুটি নির্মাণ করা হলেও সেটি কোনো উপকারে আসছে না।

কুশঙ্গল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী হাওলাদার কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে সেতু ও বক্সকালভার্টগুলো পড়ে আছে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, এটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এটি যাতে দ্রুত করা হয় এর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত সাব-ঠিকাদার ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ড হওয়ার কারণে তিনি কারাগারে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নলছিটির এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী ইকবাল কবির কালবেলাকে বলেন, আমি যোগদান করার আগে এটির মেয়াদ শেষ হয়েছে। তবে এটির জন্য আরেকটি প্রজেক্টে দেওয়া হয়েছে। যদি অনুমোদন হয় তাহলে রাস্তার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১০

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১১

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১২

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৩

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৫

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৬

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৭

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৮

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৯

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

২০
X