আরিফ সরদার, ঝালকাঠি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছর ধরে সেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন ছাত্রলীগ নেতা

অকেজো পড়ে থাকা সেতু ও ইনসেটে অভিযুক্ত ঠিকাদার ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। ছবি : কালবেলা
অকেজো পড়ে থাকা সেতু ও ইনসেটে অভিযুক্ত ঠিকাদার ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছর ধরে সেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন এক ছাত্রলীগ নেতা। খাল ছাড়াই ঠাঁয় দাঁড়িয়ে আছে একটি সেতু। তার ওপর নেই এর কোনো সংযোগ রাস্তা। এতে কোনো কাজেই আসছে না সেতুটি। পাঁচ বছর আগে নির্মিত সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় কমে যাচ্ছে এর আয়ুষ্কাল।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ফয়রা এলাকায় কোনো খাল ছাড়াই সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির পূর্ব পাশে ইটের সলিং রয়েছে, যেটি দিয়ে মানুষ চলাচল করে। এছাড়া যে বক্স কালভার্টগুলো করা হয়েছে সেগুলোতে খাল নেই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নলছিটি উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিঝেপি প্রজেক্টের আওতায় ৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে শিমুলতলা বাজার থেকে মানপাশা পর্যন্ত রাস্তা, ৮টি বক্স কালভার্ট ও ১টি সেতু নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের মে মাসে। মহিউদ্দিন আহমেদ নামে এক ঠিকাদারের সঙ্গে এ চুক্তি হয়।

মূল ঠিকাদার কাজটির জন্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে সাব-ঠিকাদার নিয়োগ দেন। ২০২০ সালের জুন মাসে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। অথচ এই সময়ে মূল সেতু ও কিছু বক্স কালভার্ট নির্মাণ সম্পন্ন হলেও নির্মাণ করা হয়নি সড়কটি।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি কোনো খাল ছাড়াই নির্মাণ করা হয়। এটা নিছক সরকারি অর্থ অপচয় করা ছাড়া আর কিছু নয়। এত টাকা দিয়ে সেতুটি নির্মাণ করা হলেও সেটি কোনো উপকারে আসছে না।

কুশঙ্গল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী হাওলাদার কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে সেতু ও বক্সকালভার্টগুলো পড়ে আছে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, এটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এটি যাতে দ্রুত করা হয় এর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত সাব-ঠিকাদার ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ড হওয়ার কারণে তিনি কারাগারে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নলছিটির এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী ইকবাল কবির কালবেলাকে বলেন, আমি যোগদান করার আগে এটির মেয়াদ শেষ হয়েছে। তবে এটির জন্য আরেকটি প্রজেক্টে দেওয়া হয়েছে। যদি অনুমোদন হয় তাহলে রাস্তার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X