চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থানের সভাপতি পদের সেই নির্বাচন স্থগিত

কবরস্থানের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পোস্টার। ছবি : কালবেলা
কবরস্থানের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পোস্টার। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে বহুল আলোচিত জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন স্থগিতের তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেন, নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থানটির মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।

আব্দুল মতিন মাস্টার জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছি। দুই-একদিনের মধ্যে গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমঝোতার মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেব।

নির্বাচন স্থগিতের বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম কালবেলাকে জানান, নির্বাচন পরিচালনা কমিটি সেখানে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে জানতে পেরেছি। এই নির্বাচন ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তারা নিজেরা যদি সবার সম্মতিতে একটা গ্রহণযোগ্য কমিটি দিতে পারে সেটাই ভালো হয়। তবে কেউ যদি এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

প্রসঙ্গত, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। সভাপতি কে হবেন এ নিয়ে যুবদল-শ্রমিক দলের দুই নেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক এমন দাবি করলে ভোটের কার্যক্রম শুরু হয়।

যুবদল নেতা আব্দুল কুদ্দুস এবং শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানপূর্বক ভোটের কার্যক্রম শুরু করেন। ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই দুই প্রার্থী তাদের নিজ এলাকায় প্রচার-প্রচারণা করতে থাকেন। বিষয়টি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। এ নিয়ে মানুষের মনে সংশয়, উৎকণ্ঠা দেখা দেয়। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচন পরিচালনা কমিটি শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে পুত্রবধূ-শ্বশুরের মৃত্যু, শাশুড়ি হাসপাতালে

ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

জমি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ইরান-ইসরায়েল সংঘাতের শঙ্কা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বৃহস্পতিবার রাজধানীর যেসব জায়গায় আন্দোলন

ঝিনাইদহ কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার  

কেরানীগঞ্জে বিএনপিকে টেক্কা দিয়ে হাটের ইজারা পেল এনসিপি

পাকিস্তানি সিরিয়াল এলে অভিনয় করবেন না আলভী

ঈদুল আজহার ছুটি ঘোষণা করল কাতার, কবে ঈদ?

দুই মামলায় অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী

১০

সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রাখার দাবি ঐক্য পরিষদের

১১

রাজনীতিকে অপছন্দ করা মানুষরাই দেশ চালাচ্ছে : মান্না

১২

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা 

১৩

এসএসসির ব্যবহারিক পরীক্ষায় শিক্ষকদের লাখ লাখ টাকা আয়

১৪

নুরের বিষয়ে গণঅধিকারের বিবৃতি

১৫

আত্মহত্যা প্রতিরোধে মাভাবিপ্রবিতে বিশেষ সেমিনার

১৬

চট্টগ্রামের নকল যৌন উত্তেজক ওষুধ তৈরি, গ্রেপ্তার ৪

১৭

‘১৭ বছর খাইনি, এখন খাব’ বলা সেই বিএনপি নেতা বহিষ্কার

১৮

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম

১৯

চিত্র প্রদর্শনী ও আলোচনায় শফিউল আলম প্রধানকে স্মরণ 

২০
X