চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থানের সভাপতি পদের সেই নির্বাচন স্থগিত

কবরস্থানের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পোস্টার। ছবি : কালবেলা
কবরস্থানের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পোস্টার। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে বহুল আলোচিত জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন স্থগিতের তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেন, নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থানটির মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।

আব্দুল মতিন মাস্টার জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছি। দুই-একদিনের মধ্যে গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমঝোতার মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেব।

নির্বাচন স্থগিতের বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম কালবেলাকে জানান, নির্বাচন পরিচালনা কমিটি সেখানে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে জানতে পেরেছি। এই নির্বাচন ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তারা নিজেরা যদি সবার সম্মতিতে একটা গ্রহণযোগ্য কমিটি দিতে পারে সেটাই ভালো হয়। তবে কেউ যদি এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

প্রসঙ্গত, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। সভাপতি কে হবেন এ নিয়ে যুবদল-শ্রমিক দলের দুই নেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক এমন দাবি করলে ভোটের কার্যক্রম শুরু হয়।

যুবদল নেতা আব্দুল কুদ্দুস এবং শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানপূর্বক ভোটের কার্যক্রম শুরু করেন। ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই দুই প্রার্থী তাদের নিজ এলাকায় প্রচার-প্রচারণা করতে থাকেন। বিষয়টি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। এ নিয়ে মানুষের মনে সংশয়, উৎকণ্ঠা দেখা দেয়। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচন পরিচালনা কমিটি শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X