চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থানের সভাপতি পদের সেই নির্বাচন স্থগিত

কবরস্থানের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পোস্টার। ছবি : কালবেলা
কবরস্থানের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পোস্টার। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে বহুল আলোচিত জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন স্থগিতের তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেন, নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থানটির মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।

আব্দুল মতিন মাস্টার জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছি। দুই-একদিনের মধ্যে গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমঝোতার মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেব।

নির্বাচন স্থগিতের বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম কালবেলাকে জানান, নির্বাচন পরিচালনা কমিটি সেখানে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে জানতে পেরেছি। এই নির্বাচন ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তারা নিজেরা যদি সবার সম্মতিতে একটা গ্রহণযোগ্য কমিটি দিতে পারে সেটাই ভালো হয়। তবে কেউ যদি এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

প্রসঙ্গত, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। সভাপতি কে হবেন এ নিয়ে যুবদল-শ্রমিক দলের দুই নেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক এমন দাবি করলে ভোটের কার্যক্রম শুরু হয়।

যুবদল নেতা আব্দুল কুদ্দুস এবং শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানপূর্বক ভোটের কার্যক্রম শুরু করেন। ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই দুই প্রার্থী তাদের নিজ এলাকায় প্রচার-প্রচারণা করতে থাকেন। বিষয়টি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। এ নিয়ে মানুষের মনে সংশয়, উৎকণ্ঠা দেখা দেয়। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচন পরিচালনা কমিটি শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

অচল দৌলতপুর প্রাণিসম্পদ অফিস, ভোগান্তিতে হাজারো খামারি

চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন

গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন-আতিক-পলক

জুবিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, এবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১০

যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ 

১১

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

১২

আদালতে বিচারককে গুলি করে হত্যা

১৩

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

১৪

একদিকে অভিযানের ট্রলার, অন্যপাশে ‘ধুমধামে’ ইলিশ শিকার

১৫

আলু খেয়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছেন কি

১৬

নিজের সিদ্ধান্ত বদলালেন হ্যারি কেইন

১৭

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

১৮

মাত্র ১৩ গ্রাম ওজনে বিশ্বের সবচেয়ে ছোট ফোন

১৯

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

২০
X