রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির কার্যক্রম গতিশীল করতে পথসভা করা হচ্ছে : তাসনিম জারা              

রাঙ্গুনিয়ায় পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, এনসিপির কার্যক্রম গতিশীল করতে সারা দেশে পথসভা করা হচ্ছে। এনসিপির কার্যক্রম যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সে কাজ চলছে। নতুন একটা বাংলাদেশ আপনাদের সঙ্গে নিয়ে করব।

সোমবার (২৬ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, জুলাই আন্দোলনে নারীরা সামনে থেকে লিড দিয়েছে। আগামীর বাংলাদেশে এভাবে সামনে থেকে কাজ করতে হবে। সেটা সম্মিলিতভাবে করা প্রয়োজন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার গত দেড় যুগেরও বেশি সময় ধরে আপনাদের নির্যাতন করেছে। আমরা এনসিপিকে সঙ্গে নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

রাঙ্গুনিয়ায় সাংগঠনিক সফরে অন্যান্যের মধ্যে ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা ও অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার সংগঠক মিসমা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, রাঙ্গুনিয়া এনসিপির সংগঠক আব্দুল করিম টিপু, আসিফ উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম, আশরাফুল গনি চৌধুরী, দিদারুল আলম, ইকবাল মাহামুদ, নুরুল আলম আশিক, আসলাম হোসেন আসাদ রাশেদ হাসান চৌধুরী, ছাত্র প্রতিনিধি আদনান রাফি, সরোয়ার নূর, ইমতিয়াজ আরমান, সাহিল আজমাইন প্রমুখ।

এর আগে মিনিট্রাকে করে সোমবার দুপুর ২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফরে রাঙ্গুনিয়া আসেন। এ সময় এনসিপি নেতারাসসহ সাধারণ মানুষের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

ট্রাকে বক্তব্য দেওয়ার একপর্যায়ে জুলাই আন্দোলনের নানা স্লোগান, এনসিপির স্লোগান ধরেন হাসনাত আব্দুল্লাহ। পরে ট্রাক থেকে নেমে বিভিন্ন দোকানে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। আসা ও যাওয়ার পথে উৎসুক জনতা তাদের দেখতে সড়কের দুই পাশে ভিড় করতে দেখা যায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জবাব দেন তারা। পথ সভাকালে অটোগ্রাফ দিতেও দেখা যায় তাদের। প্রায় দেড়ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে পথসভা শেষ করে রাঙ্গুনিয়া থেকে পাশের রাউজান উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রক্সি দিয়ে চাকরি, যোগদানের সময় আটক রবিউল

বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দলের নির্ধারিত ব্যক্তি ছাড়া কারও কথায় কান দেবেন না : ডা. জাহেদ

আবাসিক এলাকায় শুঁটকি উৎপাদন, স্থানীয়দের ভোগান্তি

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী শনাক্ত

আয়ারল্যান্ড ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

কলেজের ভবন দখল করে থাকছেন শিক্ষকরা, শ্রেণিকক্ষেই কোচিং বাণিজ্য

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

অস্ত্র হাতে গুলি ছোড়া সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

মুস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১১৭-তে অলআউট আয়ারল্যান্ড

১০

ঘরোয়া উপায়ে বিদায় করুন ছারপোকা

১১

সিংহের খাঁচায় ঢুকে করুণ পরিণতি যুবকের

১২

দাম বাড়ল এলপিজির 

১৩

পাইপ ফেটে হু হু করে বের হচ্ছে তেল, তুলতে হুড়োহুড়ি

১৪

এবার লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন

১৫

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

১৬

আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের

১৭

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

১৮

সপ্তাহে টানা বৃদ্ধির পর ফের কমলো স্বর্ণের দাম

১৯

বন্ধুর সঙ্গে বাড়ি ফেরা হলো না মেহেদীর

২০
X