মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ, সুজানগর পাথারিয়া কলেজ, মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ও দাসেরবাজার কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
সোমবার (২৬ মে) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
এই চার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি গঠিত হলো। প্রতিষ্টানগুলো ২০ থেকে ৪০ বছর আগে স্থাপিত হলেও অতীতে কখনও জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠিত হয়নি।
অনুমোদিত আংশিক কমিটি হচ্ছে- শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার মোহাম্মদ আসিফ খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইসরাক, সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ সাদি, প্রচার সম্পাদক মনসুর আলম ও দপ্তর সম্পাদক আহমদ শরীফ।
সুজানগর পাথারিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ আহমদ, যুগ্ম আহ্বায়ক আরিয়ান তাওহিদ, সদস্যসচিব এমাদ উদ্দিন জাকারিয়া।
মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ছায়িদুর রহমান, সাধারণ সম্পদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ।
দাসেরবাজার কলেজ ছাত্রদলের সভাপতি জীবানুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তেফায়েল, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পদক আব্দুল্লাহ ইসরাক, দপ্তর সম্পাদক রানা আহমদ।
অনুমোদিত আংশিক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন