নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় স্কুলের কমিটি গঠন করা নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে মারামারি

নওগাঁর রাণীনগর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি : কালবেলা
নওগাঁর রাণীনগর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি : কালবেলা

নওগাঁর রাণীনগরের শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা নিয়ে শিক্ষকদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে শিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষেই দুই বিদ্যালয়ের শিক্ষকদের এমন ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার সুধী সমাজের ব্যক্তি ও স্থানীয়রা।

স্থানীয় অনেকেই বলেন, শিক্ষকরা যদি কমিটি গঠন করা নিয়ে এমন অশোভনীয় ঘটনা ঘটায় এবং নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে এমন জঘন্য কর্মকাণ্ড করে, তাহলে শিশুরা এই ধরনের শিক্ষকদের কাছ থেকে কী আদব-কায়দা শিখবে।

শিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার মোবাইল ফোনে বলেন, চলতি মাসের ৩ তারিখে পাশের শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক উত্তম কুমারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। বুধবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার রায় ও সহকারী শিক্ষক আল আমিন এসে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে অন্য শিক্ষককে চূড়ান্ত করতে বলেন। তখন শিক্ষক উত্তম কুমারকে ডেকে বিষয়টি জানিয়ে অন্য শিক্ষকের নাম চূড়ান্ত করার সময় একই গ্রামের বাসিন্দা সুকুমার ও উত্তম কুমারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সহকারী শিক্ষক আল আমিন শিক্ষক উত্তম কুমারের শার্টের কলার ধরে এবং উত্তম কুমারের বৃদ্ধাঙ্গুলিতে কামড় বসিয়ে রক্তাক্ত করে ফেলে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

তিনি আরও জানান, সম্প্রতি সুকুমার ও উত্তম কুমারের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই হয়তোবা তারা বাইরের রেষারেষির বিষয়টি স্কুলে এসে দেখাচ্ছে। কিন্তু একজন বিদ্যালয়প্রধানের কক্ষে তাদের কাছ থেকে এমন উচ্ছৃঙ্খল আচরণ সত্যিই অশোভনীয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। দ্রুতই লিখিতভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাব।

শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন মোবাইল ফোনে বলেন, তারাই আমাদের আগে মারধর করেছে। আর আমরা এখন উপজেলা শিক্ষা অফিসে আছি, আপনি (সাংবাদিক) অফিসে আসেন বিস্তারিত বলছি।

শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার রায় মুঠোফোনে বলেন, আমি এখন কম্পিউটারে অভিযোগ লিখছি। পরে আপনার সঙ্গে কথা বলব।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ মৌখিক কিংবা লিখিতভাবে জানায়নি। তবুও ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান বলেন, এমন ঘটনা আমি জেনেছি। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X