গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ছোট বোনের দাফনের প্রস্তুতিকালে মিলল বড় বোনের মৃত্যুর খবর

গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা
গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার (৬) ও নুরু মিয়ার মেয়ে শ্রাবনী আক্তার। স্থানীয় বিদ্যালয়ে মাইশা দ্বিতীয় শ্রেণি ও শ্রাবনী আক্তার চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মাইশা আক্তার ও শ্রাবণী আক্তারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের লোকজন তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় মাইশাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে মাইশার যখন দাফনের প্রস্তুতি চলছিল ঠিক তখন খবর আসে শ্রাবনীর কোনো খোঁজ মিলছে না। পরে পরিবারের লোকজন ওই পুকুরেই তল্লাশি চালিয়ে শ্রাবনীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাইশার চাচা ইসহাক মিয়া বলেন, গত বুধবার সন্ধ্যার পর থেকে মাইশাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে পুকুরপাড়ে মাইশার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে আনার জানতে পারি শ্রাবনীও নিখোঁজ।

শ্রাবনী আক্তারের বাবা নুরু মিয়া বলেন, গতকাল বিকেলে মেয়েকে নিয়ে একসঙ্গে ভাত খেয়ে দোকানে এসেছি। সন্ধ্যার পর শ্রাবনী নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে মাইশার মৃত্যুর খবর পাই। বাড়ি ফিরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে তল্লাশি করলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে দুই চাচাতো বোনের মৃত্যুর খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল রাতে মামুদনগর গ্রামের দুই বোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১০

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১১

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১২

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১৩

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১৪

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১৫

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১৬

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৭

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৮

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৯

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

২০
X