গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ছোট বোনের দাফনের প্রস্তুতিকালে মিলল বড় বোনের মৃত্যুর খবর

গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা
গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার (৬) ও নুরু মিয়ার মেয়ে শ্রাবনী আক্তার। স্থানীয় বিদ্যালয়ে মাইশা দ্বিতীয় শ্রেণি ও শ্রাবনী আক্তার চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মাইশা আক্তার ও শ্রাবণী আক্তারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের লোকজন তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় মাইশাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে মাইশার যখন দাফনের প্রস্তুতি চলছিল ঠিক তখন খবর আসে শ্রাবনীর কোনো খোঁজ মিলছে না। পরে পরিবারের লোকজন ওই পুকুরেই তল্লাশি চালিয়ে শ্রাবনীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাইশার চাচা ইসহাক মিয়া বলেন, গত বুধবার সন্ধ্যার পর থেকে মাইশাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে পুকুরপাড়ে মাইশার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে আনার জানতে পারি শ্রাবনীও নিখোঁজ।

শ্রাবনী আক্তারের বাবা নুরু মিয়া বলেন, গতকাল বিকেলে মেয়েকে নিয়ে একসঙ্গে ভাত খেয়ে দোকানে এসেছি। সন্ধ্যার পর শ্রাবনী নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে মাইশার মৃত্যুর খবর পাই। বাড়ি ফিরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে তল্লাশি করলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে দুই চাচাতো বোনের মৃত্যুর খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল রাতে মামুদনগর গ্রামের দুই বোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১০

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১১

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১২

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৩

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৪

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৫

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১৬

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৭

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৮

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৯

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

২০
X