গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ছোট বোনের দাফনের প্রস্তুতিকালে মিলল বড় বোনের মৃত্যুর খবর

গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা
গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার (৬) ও নুরু মিয়ার মেয়ে শ্রাবনী আক্তার। স্থানীয় বিদ্যালয়ে মাইশা দ্বিতীয় শ্রেণি ও শ্রাবনী আক্তার চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মাইশা আক্তার ও শ্রাবণী আক্তারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের লোকজন তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় মাইশাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে মাইশার যখন দাফনের প্রস্তুতি চলছিল ঠিক তখন খবর আসে শ্রাবনীর কোনো খোঁজ মিলছে না। পরে পরিবারের লোকজন ওই পুকুরেই তল্লাশি চালিয়ে শ্রাবনীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাইশার চাচা ইসহাক মিয়া বলেন, গত বুধবার সন্ধ্যার পর থেকে মাইশাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে পুকুরপাড়ে মাইশার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে আনার জানতে পারি শ্রাবনীও নিখোঁজ।

শ্রাবনী আক্তারের বাবা নুরু মিয়া বলেন, গতকাল বিকেলে মেয়েকে নিয়ে একসঙ্গে ভাত খেয়ে দোকানে এসেছি। সন্ধ্যার পর শ্রাবনী নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে মাইশার মৃত্যুর খবর পাই। বাড়ি ফিরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে তল্লাশি করলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে দুই চাচাতো বোনের মৃত্যুর খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল রাতে মামুদনগর গ্রামের দুই বোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন : সালাউদ্দিন আহমদ

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

১০

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

১১

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১২

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

১৩

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

১৪

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

১৫

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

১৬

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

১৭

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৮

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

১৯

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

২০
X