গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ছোট বোনের দাফনের প্রস্তুতিকালে মিলল বড় বোনের মৃত্যুর খবর

গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা
গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার (৬) ও নুরু মিয়ার মেয়ে শ্রাবনী আক্তার। স্থানীয় বিদ্যালয়ে মাইশা দ্বিতীয় শ্রেণি ও শ্রাবনী আক্তার চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মাইশা আক্তার ও শ্রাবণী আক্তারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের লোকজন তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় মাইশাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে মাইশার যখন দাফনের প্রস্তুতি চলছিল ঠিক তখন খবর আসে শ্রাবনীর কোনো খোঁজ মিলছে না। পরে পরিবারের লোকজন ওই পুকুরেই তল্লাশি চালিয়ে শ্রাবনীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাইশার চাচা ইসহাক মিয়া বলেন, গত বুধবার সন্ধ্যার পর থেকে মাইশাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে পুকুরপাড়ে মাইশার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে আনার জানতে পারি শ্রাবনীও নিখোঁজ।

শ্রাবনী আক্তারের বাবা নুরু মিয়া বলেন, গতকাল বিকেলে মেয়েকে নিয়ে একসঙ্গে ভাত খেয়ে দোকানে এসেছি। সন্ধ্যার পর শ্রাবনী নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে মাইশার মৃত্যুর খবর পাই। বাড়ি ফিরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে তল্লাশি করলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে দুই চাচাতো বোনের মৃত্যুর খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল রাতে মামুদনগর গ্রামের দুই বোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১০

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১১

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৩

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৫

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৬

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১৭

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৯

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২০
X