চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি। সবাই মিলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত চট্টগ্রাম গড়তে চাই। এ শহরের একজন মানুষও নিরাপত্তাহীনতায় ভোগেন তা চাই না।

শনিবার (২১ জুন) নগরের সাফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ জয়ন্তী উদ্‌যাপন পরিষদের আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি যখন চসিকের দায়িত্ব নেই, তখন চট্টগ্রামকে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ সিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটি কেবল অবকাঠামোগত নয়, মূল চ্যালেঞ্জ হলো একটি মানবিক, সহনশীল শহর গড়ে তোলা।

এ সময় বুদ্ধ পূর্ণিমা মানবিক মূল্যবোধ চর্চার উপলক্ষে বলে আখ্যায়িত করে মেয়র বলেন, বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চার উপলক্ষ। এ শহর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ হবে, এটাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, এক সময় জাতীয়তাবাদ কেবল বাঙালিকেন্দ্রিক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা ভেঙে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা প্রতিষ্ঠা করেন। আজ আমরা সেই পথেই হাঁটছি। যেখানে সবাই অংশীদার।

বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে চসিক মেয়র বলেন, যত্রতত্র ডাবের খোসা বা প্লাস্টিক ফেলে পানি জমতে দেওয়া যাবে না। জমা পানি থেকেই জন্ম নেয় এডিস মশা। সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। কেননা আপনার আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। চসিককে আপনারও সহযোগিতা করতে হবে।

চট্টগ্রাম করোনাভাইরাস (কোভিড) মোকাবিলায় প্রস্তুতি রয়েছে জানিয়ে ডা. শাহাদাত বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে ভয়ের কোনো কারণ নেই। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যেহেতু আগে আমরা করোনা মোকাবিলা করে এসেছি এবং এটি মোকাবিলায় করণীয় সম্পর্কেও আমাদের জানা। তাই আতঙ্কিত না হয়ে ধৈর্য সহকারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবাইকে নিশ্চিত হতে হবে। মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যারা এখনো বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন।

ডা. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে রোমেলা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. প্রীতি বড়ুয়া, জয়সেন বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, বাবু লিটন বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া, রিপন কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, কাজল বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, পীযুষ বড়ুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১০

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

১১

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১২

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১৩

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১৪

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১৫

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১৬

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১৭

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৮

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৯

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

২০
X