চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি। সবাই মিলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত চট্টগ্রাম গড়তে চাই। এ শহরের একজন মানুষও নিরাপত্তাহীনতায় ভোগেন তা চাই না।

শনিবার (২১ জুন) নগরের সাফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ জয়ন্তী উদ্‌যাপন পরিষদের আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি যখন চসিকের দায়িত্ব নেই, তখন চট্টগ্রামকে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ সিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটি কেবল অবকাঠামোগত নয়, মূল চ্যালেঞ্জ হলো একটি মানবিক, সহনশীল শহর গড়ে তোলা।

এ সময় বুদ্ধ পূর্ণিমা মানবিক মূল্যবোধ চর্চার উপলক্ষে বলে আখ্যায়িত করে মেয়র বলেন, বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চার উপলক্ষ। এ শহর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ হবে, এটাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, এক সময় জাতীয়তাবাদ কেবল বাঙালিকেন্দ্রিক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা ভেঙে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা প্রতিষ্ঠা করেন। আজ আমরা সেই পথেই হাঁটছি। যেখানে সবাই অংশীদার।

বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে চসিক মেয়র বলেন, যত্রতত্র ডাবের খোসা বা প্লাস্টিক ফেলে পানি জমতে দেওয়া যাবে না। জমা পানি থেকেই জন্ম নেয় এডিস মশা। সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। কেননা আপনার আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। চসিককে আপনারও সহযোগিতা করতে হবে।

চট্টগ্রাম করোনাভাইরাস (কোভিড) মোকাবিলায় প্রস্তুতি রয়েছে জানিয়ে ডা. শাহাদাত বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে ভয়ের কোনো কারণ নেই। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যেহেতু আগে আমরা করোনা মোকাবিলা করে এসেছি এবং এটি মোকাবিলায় করণীয় সম্পর্কেও আমাদের জানা। তাই আতঙ্কিত না হয়ে ধৈর্য সহকারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবাইকে নিশ্চিত হতে হবে। মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যারা এখনো বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন।

ডা. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে রোমেলা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. প্রীতি বড়ুয়া, জয়সেন বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, বাবু লিটন বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া, রিপন কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, কাজল বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, পীযুষ বড়ুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল আলমকে নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ উপদেষ্টার

‘বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে’

প্রজ্ঞাপন জারি, নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

‘নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ 

নদীভাঙনে বদলে যাওয়া জামালপুরের মানুষ কোথায় যায়

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা

সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

কালবেলায় সংবাদ প্রকাশ / দেশে ফিরলেন দুবাইয়ে জাহাজে আটক সেই সিফাত

১০

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্সের আয়োজনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’

১১

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

১২

রসায়নে নোবেল পেলেন তিনজন

১৩

নাহিদকে পরিষ্কার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

১৪

পদ্মায় ইলিশ ধরায় ৯ জে‌লে গ্রেপ্তার

১৫

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি, জানালেন আহমাদুল্লাহ

১৬

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

১৭

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

১৮

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

১৯

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

২০
X