মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:০৫ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ

মিরসরাই পৌরসভায় গোভানিয়া ছড়া এলাকায় গোড়ার মাটি সরে যাওয়ায় ভেঙে যায় বেইলি ব্রিজ। ছবি : কালবেলা
মিরসরাই পৌরসভায় গোভানিয়া ছড়া এলাকায় গোড়ার মাটি সরে যাওয়ায় ভেঙে যায় বেইলি ব্রিজ। ছবি : কালবেলা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদপুর-গোভনীয়া সড়কের ওপর অবস্থিত একটি বেইলি ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল।

শনিবার (২১ জুন) বিকেলে পূর্ব গোভনীয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন ব্রিজটির গোড়ার মাটি সরে যাওয়ায় ভেঙে যায় ব্রিজটি। এতে পার্শ্ববর্তী আমবাড়ীয়া ও গোভনীয়া গ্রামের প্রায় ৫ হাজারেরও বেশি মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন। চাঁদপুর-গোভনীয়া সড়কটি নারয়ণহাট-ফটিকছড়ির সংযোগ সড়ক রয়েছে।

জানা গেছে, মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের গোভনীয়া ছড়ার উপরে প্রায় ২০ বছর পূর্বে পুরাতন একটি পিলারের ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। চাঁদপুর-গোভনীয়া সড়কটি মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার সঙ্গে সংযোগস্থাপনকারী আঞ্চলিক সড়ক। সড়কটি দিয়ে পাহাড়ি এলাকায় উৎপাদিত শাকসবজি ছাড়াও কাঠ, বাঁশ, বালুবোঝাই ভারী যানবাহন নিয়মিত চলাচল করে। যোগাযোগের দ্রুততার জন্য পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার অনেক পণ্য ও মানুষের চলাচল করেন এই সড়ক দিয়ে। গত ৬ জুন ভারি বৃষ্টি হলে পুরাতন ব্রিজটির বেজ ধসে পড়লে বেইলি ব্রিজের ওপর পুরোপুরি চাপ পড়ে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সড়ক ও জনপথ বিভাগকে জানানোর পর গত এক মাস আগে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।

তবে গত কয়েক দিন আবারও ভারি বর্ষণের পর শনিবার বিকেলে ব্রিজটির একাংশ কাত হয়ে গিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় দেড় কিলোমিটার ঘুরে বাদামতলী আমবাড়িয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন নিয়ে যাতায়াত করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয়রা।

স্থানীয় খোরশেদ আলম ও তাকিব হোসেন জানান, কিছুদিন ধরে ব্রিজটি দিয়ে এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছিল। শনিবার সকাল থেকে ব্রিজটির একাংশের মাটি সরে গেলে দেবে যায়। এতে এলাকার মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে এলাকার প্রায় ৫ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের বিষয়ে আমরা অবগত আছি। এটি সংস্কারের জন্য আমাদের সবরকম প্রস্তুতিও ছিল। তবে ভারি বৃষ্টি ও ছড়ায় প্রবল স্রোতের কারণে কাজ শুরু করা যায়নি। আবহাওয়ার উন্নতি হলে আমরা ব্রিজটির সংস্কারকাজ শুরু করতে পারব।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মিরসরাই পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, চাঁদপুর-গোভনীয়া সড়ক ও বেইলি ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে। আমি বিকেলে (শনিবার) ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি দ্রুত সময়ে পুনর্নির্মাণ বা সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সওজকে লিখিতভাবে চিঠি দেবো। পাশাপাশি ডিসি স্যারকেও এ বিষয়ে অবহিত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

১০

নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

১১

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১২

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১৩

ভিন্ন রূপে হানিয়া

১৪

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৫

নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

১৬

৩০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

১৮

চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল

১৯

জ্ঞান ফিরেছে নুরের

২০
X