জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছেন জেলা পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত সাংবাদিকের গরুহাটির বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় নাদিমের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন এসপি। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের আটকের প্রতিশ্রুতিও দেন তিনি।
সাংবাদিক নাদিমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল জানিয়ে এসপি বলেন, অনেক তথ্য আমি নাদিমের মাধ্যমে পেতাম। শুধু একজন পুলিশ সুপার হিসেবে না, নাদিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিবারটির সঙ্গে আছি।
পরে নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, স্বামী হত্যার বিচারে তিনি কোনো কিছুর বিনিময় চান না। তিনি চান, এ ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক।
এ সময় দোষীদের শাস্তি নিশ্চিতে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের সহযোগিতা কামনা করেন নাদিমের স্ত্রী মনিরা।
মন্তব্য করুন