চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট বাজার সংলগ্ন খবিতবের হাট মোড়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সংঘর্ষ চলাকালে একপক্ষ প্রকাশ্যে গুলি করেছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
চান্দগাঁও থানা সূত্র জানায়, বহদ্দারহাটে খতিবের হাট মোড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষের সূত্রপাতের বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম কালবেলাকে বলেন, সংঘর্ষের খবরে ঘটসাস্থলে পুলিশের দুটি টিম রয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কোনো খবর আসেনি। পরে জানাতে পারব।
মন্তব্য করুন