বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৪:০৪ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

আইনি সহায়তার নামে প্রতারণাই এদের পেশা

নওগাঁয় ৪ ভুয়া মানবাধিকার কর্মী আটক। ছবি : কালবেলা
নওগাঁয় ৪ ভুয়া মানবাধিকার কর্মী আটক। ছবি : কালবেলা

নওগাঁয় জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার নামে প্রতারণা করার সময় চার ভুয়া মানবাধিকার কর্মী ও সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় এবিসি বাংলা টিভির স্টিকার লাগানো ১টি কার গাড়ি, ইলেকট্রিক ডিভাইস এবং মানবাধিকার ও গণমাধ্যমের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে শহরের চকদৌলত এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আল মঞ্জিল এলাকার সৈয়দ মইন উদ্দিনের ছেলে সৈয়দ রায়হান (৩৮), বরগুনা জেলার সদর উপজেলার বদরখালি এলাকার মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে কামাল আহমেদ (৪৯), ঢাকার যাত্রাবাড়ী এলাকার ইউনুস মোল্লার ছেলে ইমন আমিন (২০) ও শরীয়তপুর জেলার মান্দা এলাকার লোকমান বেপারীর ছেলে আরিফ ব্যাপারী (৩৬)।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে শহরের চকদৌলত এলাকার বাসিন্দা নিলুফার ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে আসা আটককৃত চারজন তার বাড়িতে যান। ওই এলাকায় গিয়ে তারা আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মানবাধিকার কর্মী ও এবিসি বাংলা টিভির সাংবাদিক পরিচয় দেন। পরে এলাকার স্থানীয়দের ডেকে তারা জমিসংক্রান্ত মীমাংসায় বসেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। গোয়েন্দা সংস্থার সদস্যরা পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে এবং চার প্রতারককে আটক করে।

তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধরে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে প্রতারণা, জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা নেওয়া এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে আসছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঢাকা থেকে কয়েকজন ব্যক্তি শহরের চকদৌলত এলাকায় এসে নিজেদের মানবাধিকার কর্মী এবং সাংবাদিক পরিচয় দিয়ে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসায় বসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় আনা হয়েছে।

তিনি জানান, তাদের মধ্যে একজনকে গত ৬ জানুয়ারি দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকায় গ্রেপ্তার করেছিল দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, গত ৭ জানুয়ারি ‘পুলিশ নিয়ে ভুয়া দুদকের ২০০ অভিযান’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছিল। দুদকের কর্মকর্তা না হয়েও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অভিযানের নামে বিভিন্ন অফিসে অভিযান পরিচালনা, জরিমানা ও তাৎক্ষণিক আদায় এবং বিচারের নামে চাঁদাবাজি করে আসছিলেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। চক্রের তিন সদস্য রায়হান ওরফে সৈয়দ রায়হান, সাইফুল ইসলাম ও দুর্নীতি নিবারণ সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সম্রাট ধরা পড়েছিলেন আসল দুদকের ফাঁদে। তাদের মধ্যে সৈয়দ রায়হান নওগাঁয় ধরা খেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ নাহিদের

রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’

সাভারে টিসিবির পণ্য চুরি, বিপুল মালামাল উদ্ধার

ভুয়া ‘থানা’ খুলে চাঁদাবাজি, ভারতে গ্রেপ্তার ৬ প্রতারক

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলা, পুলিশের এডিসি আহত

চট্টগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে হামলা

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু

‘কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত থাকলে ছাড় দেবেন না প্রধান উপদেষ্টা’

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার

১০

ভোলাগঞ্জের সাদা পাথর গেল কোথায়?

১১

পদ দিয়ে একদিনেই সরানো হলো কেবিন ক্রু হাফসাকে  

১২

ভারত থেকে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত

১৩

বিশ্বের প্রথম মহাকাশ বিয়ে / বর ছিলেন মহাকাশে, কনে পৃথিবীতে

১৪

আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ : স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী

১৫

৫৬ কোটি টাকার ঋণ খেলাপি / বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৬

প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, পরিবর্তন আসছে বিধিমালায়

১৭

জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে : মির্জা ফখরুল

১৮

মুরাদনগরে পুরুষশূন্য গ্রামে চুরি-ডাকাতির শঙ্কা, বিক্ষোভ

১৯

হাসপাতালের পার্কিংয়ে ২ মরদেহ, আদম ব্যবসায়ীরা হত্যা করেছে অভিযোগ

২০
X