বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া উপপরিচালক ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ সময় তারা ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিত করতে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে পরিচালকের কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা এ বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের দাবি, উপ-পরিচালক পদে পদায়ন পাওয়া ডা. আকুল উদ্দিন গণঅভ্যুত্থানের চলাকালীন কুষ্টিয়া জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা দিতে তিনি সরাসরি বাধা দেন। এ ছাড়া সে সময় আহতদের চিকিৎসা দেওয়ায় কুষ্টিয়ার তিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন।
এ ছাড়াও তারা দাবি করেন, ডা. আকুল উদ্দিন আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য। তাকে এখানে পদায়নের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন হচ্ছে জানিয়ে দ্রুত পদায়ন স্থগিতদের দাবি জানান তারা। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীন।
মন্তব্য করুন