বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ক্যানভাস এবং স্পোর্টস অ্যালায়েন্সের আয়োজনে সম্পন্ন হয়েছে ‘জেড-৩৪’ ব্যাচের নবীনবরণ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত ছিলেন, সার্ক আইকন অব সার্জারি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, শজিমেকের অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. ওয়াদুদুল হক তরফদার, বগুড়া বিএমএর আহ্বায়ক ডা. আজফারুল হাবীব রোজ, মেম্বার সেক্রেটারি ডা.আব্দুল ওয়াহেদ এবং সাবেক বিএমএ ও ড্যাব সভাপতি ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলীসহ কলেজের নানা স্তরের সম্মানিত চিকিৎসকরা। উপস্থাপনায় ছিলেন অর্পণ দত্ত, বিথী পাল, মাহির শাহরিয়ার রুশো ও মেহেরূপ হোসেন পৃথিবী।
এ সময় নবাগতরা যেন চিকিৎসা পেশার মহান ব্রতকে হৃদয়ে ধারণ করে আগামীর পথে হাঁটে, তারা যেন দক্ষতার মূর্ত প্রতীক আর মানবিকতার উজ্জ্বল আলো হয়- এই আকাঙ্ক্ষার বাণী পৌঁছে দেন অতিথিরা।
পরে, শজিমেকের ছাত্রছাত্রীদের সৃজনশীলতায় মেতে ওঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, কবিতা-আবৃত্তি আর মনোমুগ্ধকর নৃত্যে প্রতিফলিত হলো তরুণ প্রাণের উচ্ছ্বাস ও ভবিষ্যতের অঙ্গীকার।
মন্তব্য করুন